স্বাভাবিক হওয়ার চেষ্টা
বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। আর তা কমতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে। খুলে দেওয়া হচ্ছে মল, দোকান থেকে সমস্ত কিছু। বিধি নিষেধেও একগুচ্ছ ছাড় দেওয়া হচ্ছে। অনেক জায়গাতেই মানুষ আবার মাস্ক ছাড়াও বের হতে শুরু করেছে। আর এখানেই সমস্ত রাজ্যকে সতর্ক হওয়ার কথা বলছে কেন্দ্র। ইতিমধ্যে তৃতীয় ওয়েভের আশঙ্কা করছেন গবেষকরা। এই অবস্থায় যে কোনও ধরনের ঢিলে ঢালা মনোভাব বিপদ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্যগুলিকে আবেদন
দেশজুড়ে করোনা সংক্রমণ নিম্নমুখী ঠিকই। দৈনিক সংক্রমণের রেট অনেকটাই কমেছে। এই অবস্থায় সতর্কতার ক্ষেত্রে কোনও রকম ছাড় দিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। আর এই মর্মে সমস্ত রাজ্যগুলিকে আবেদন জানানো হল কেন্দ্রের তরফে। ছাড় দেওয়ার ক্ষেত্রে রাজ্যগুলিকে আরও সতর্ক হওয়ার জন্যেও বলা হয়েছে। নমুনা পরীক্ষা, করোনা আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণে গাফিলতি করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের এই বিষয়ে চিঠি দিয়েছেন।
পরিস্থিতি খতিয়ে দেখেই ছাড় দিন
রাজ্যের মুখ্যসচিবদের দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা জানিয়েছেণ , সংক্রমনের হার কমার সঙ্গে সঙ্গে বহু রাজ্যেই করোনা বিধিতে ছাড় দেওয়া হয়েছে। তবে সরেজমিনে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে তবেই এধরণের ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ক্ষেত্রে করোনাবিধি মানা হচ্ছে কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সেদিকেও নজর দিতে বলেছেন।
৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই থার্ড ওয়েভ
সামনেই বিপদ অপেক্ষা করছে। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই ভারতে করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়তে পারে। ইতিমধ্যে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন এইমসের প্রধান। ৬ থেকে ৮ সপ্তাহ মানে জুলাই থেকে অগস্ট মাসের মধ্যেই এই থার্ড ওয়েভ আছড়ে পড়তে পারে বলে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এইমসের প্রধান আরও জানিয়েছেণ, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সেই সংক্রমণ আরও চরমে উঠবে। অন্যদিকে গবেষকরা আগেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, মহারাষ্ট্রে নাকি সবার আগে আছড়ে পড়বে করোনার থার্ড ওয়েভ। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সতর্কবার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।