দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ, ৭৪ দিনে আরও নামল অ্যাক্টিভ রোগীর সংখ্যা

করোনা ভাইরাসের দৈনিক করোনা সংক্রমণ আরও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০,৭৫৩ জন। গতকালের চেয়ে ১৭২৭জন কম সংক্রমিত হয়েছেন আজ। রাজ্যে করোনা ভাইরাসে মারা গিয়েছেন ১৬৪৭ জন। অনেকটাই কমেছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা।

দেশে করোনা সংক্রমণ ক্রমশ কমছে। কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। গতকাল ৮ লক্ষের নীচে নেমেছিল করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা। আজ ৭৪ দিনে সর্বনিম্ন হয়েছে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.১৬ শতাংশ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৯৮,২৩,৫৪৬ জন। দেশেমৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৮৫,১৩৭ জন।

দেশে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে থার্ড ওয়েভ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে কেন্দ্রকে সতর্কও করা হয়ছে। মহারাষ্ট্র সরকারকে বিশেষ করে সতর্ক করেছে টাস্কফোর্স। তবে শিশুরা এই থার্ড ওয়েভে কম আক্রান্ত হবেন বলে দাবি করেছে আইসিএমআর। কেন্দ্রের তরফেও দাবি করা হয়েছে যেভাবে থার্ড ওয়েভ নিয়ে আশঙ্কা করা হচ্ছে সেটা নাও হতে পারে। তবে সেকেন্ড ওয়েভের থেকে বেশি হবে থার্ড ওয়েভে সংক্রমণ এমনই দাবি করেছেন বিশেষজ্ঞরা।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus update news of India on 19 June