গোল পেলেন না ঠিকই, তবে গোল করিয়ে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি সম্বৃদ্ধ শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে ১-০ গোলের কাঙ্খিত জয় পেল আর্জেন্তিনা। যার হাত ধরে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকল নীল-সাদা জার্সির দল। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠ জুড়ে খেলে ফের ফুটবল প্রেমীদের মন জয় করলেন এলএম টেন।
গত ম্যাচে চিলির বিরুদ্ধে ড্র করেই ফিরতে হয়েছিল লিওনেল মেসিদের। ফলে ব্রাসিলিয়ায় কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে জয়ের আকাঙ্খায় প্রথম থেকেই মরিয়া হয়ে ঝাঁপায় আর্জেন্তিনা। লিওনেল মেসির পরিচালনায় ম্যাচের শুরুর মিনিট থেকেই একের পর এক আক্রমণ তৈরি করতে থাকে জয়ী দল। ৪-৩-৩ ছকে দল নামিয়ে উরুগুয়েকে ব্যতিব্যস্ত করে দেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে উরুগুয়ের অভিজ্ঞ কোচ অস্কার তাবারেজের ৪-৪-২ ছক ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেনি।
বলের দখল বেশি রাখার পাশাপাশি নিজেদের মধ্যে পাস বেশি খেললেও আসল কাজটাই করতে পারেনি উরুগুয়ে। গোটা ম্যাচে গোলমুখে মাত্র ৪টি শট মারতে সক্ষম হন লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিরা। তার মধ্যে কোনওটিই তাঁরা লক্ষ্যে রাখতে পারেননি। ফলে যা হওয়ার ছিল তা-ই হয়েছে। ১৩ মিনিটে লিওনেল মেসির সাজানো বলে গোল করে আর্জেন্তিনার জয় নিশ্চিত করেছেন গুইদো রদরিগেজ।
#CopaAmérica 🏆
— Copa América (@CopaAmerica) June 19, 2021
¡FINAL DEL PARTIDO! @Argentina venció 1-0 a @Uruguay y consiguió su primera victoria en la CONMEBOL #CopaAmérica 2021. El gol lo anotó Guido Rodríguez ⚽
🇦🇷 Argentina 🆚 Uruguay 🇺🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/4kZIWVmeW8
এই জয়ের হাত ধরে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আর্জেন্তিনা। কোচ লিওনেল স্কালোনির সুদক্ষ প্রশিক্ষণে টানা ১৫টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে নীল-সাদা জার্সির দল। একই সঙ্গে উরুগুয়ের বিরুদ্ধেও ১৫ ম্যাচ না হারার মূল্যবান কাজটি করেছে মেসির দল। তারকাও নিজেও এই ম্যাচে ফুটবল প্রেমীদের খুশির কারণ হয়েছেন।
উরুগুয়ের বিরুদ্ধে কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৮টি টাচ এসেছে লিওনেল মেসির বুট থেকে। গোলের ক্ষেত্রে বড় অবদান রাখার পাশাপাশি ম্যাচে চারটি ডিফেন্স চেরা পাস বাড়িয়েছেন এলএম টেন। তাঁর বাড়ানো বলে দুই বার গোলের কাছে পৌঁছে যায় আর্জেন্তিনা। এই ম্যাচ নিয়ে দেশের হয়ে মোট ৪৩টি গোল করার ক্ষেত্রে সহয়তা করেছেন মেসি। এর মধ্যে ১৩টি এসেছে কোপা আমেরিকাতেই। যা এখনও পর্যন্ত সর্বাধিক।
🪄 Another magical Messi assist. Another great result for @Argentina ☑️
— FIFA.com (@FIFAcom) June 19, 2021
🇦🇷 Lionel Scaloni's side are now 15 games unbeaten 💪@CopaAmerica | @TeamMessipic.twitter.com/SKHl4KUpHM
এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার বি গ্রুপের শীর্ষ স্থানে চলে এসেছে আর্জেন্তিনা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিলি। কোনও পয়েন্ট হাসিল করতে না পারা উরুগুয়ে এবং চিলি ওই গ্রুপের যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে।