লোনির বিতর্কিত ভিডিও পোস্ট ইস্যুতে টুইটারকে আইনি নোটিস গাজিয়াবাদ পুলিশের

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি এলাকায় রাস্তায় এক বৃদ্ধকে মারধরের ঘটনা ক্যামেরা বন্দি হয় কয়েকদিন আগে। সেই ভিডিও মাইক্রোব্লগিং সাইট টুইটারে বেশ কয়েকদিন ঘোরাফেরা করেছে। এরপর সেই ভিডিও পোস্ট নিয়ে টুইটারকে নোটিস পাঠাল যোগী সরকারের পুলিশ। গাজিয়াবাদ পুলিশের তরফে গেল আইনি নোটিস।

টুইটারকে দেওয়া নোটিসে গাজিয়াবাদ পুলিশ দাবি করেছে যে , এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করছে। ফলে এমন ভিডিও কেন প্রকাশ্যে আনা হয়েছে, তার জবাব টুইটারের থেকে জানতে চেয়েছে পুলিশ। প্রসঙ্গত, গত মাসেই টুইটারে টুলকিট ইস্যুতে কংগ্রেস-বিজেপি সংঘাতের জেরে চরম রাজনৈতিক সংঘাত দেখা যায়।

যার জেরে বিজেপির সম্বিত পাত্র কংগ্রেসকে তোপ দেগে একটি টুইট করেন। টুইটের পোস্টের বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলে পাল্টা পদক্ষেপ নেয় টুইটার। এরপরই টুইটারের দফতরে তল্লাশিতে নামতে দেখা যায় পুলিশকে। অন্যদিকে, ততদিনে ডিজিটাল আইন নিয়ে টুইটারের অবস্থান জানতে চায় সরকার। টুইটার জানায় ভারতের আইন মেনে চলতে তারা বাধ্য, তবে এই নিয়ে অবস্থান জানাতে তারা কিছুটা সময় চেয়ে নেয়।

এদিকে সেই ঘটনার পর এদিন, গাজিয়াবাদ পুলিশ টুইটারকে আইনি চিঠি দিয়ে জানিয়ে দেয় লোনিতে বৃৃদ্ধকে মারধরের সঙ্গে কোনও সাম্প্রদায়িকতার সম্পর্ক নেই। গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে ঘটনার সত্যতা যাচাই না করেই এই ধরনের পোস্ট করা হচ্ছে। যা অনভিপ্রেত।

More TWITTER News  

Read more about:
English summary
Ghaziabad Police send notice to Twitter India head over Loni issue