স্মৃতি-শেফালির দুরন্ত শুরু, তবু ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে মিতালির ভারত

ভালো শুরু সত্ত্বেও ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ব্রিস্টল টেস্টের দ্বিতীয় দিনে চাপে মিতালি রাজের ভারত। ইংল্যান্ড ৯ উইকেটে ৩৯৬ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করার পর দিনের শেষে ভারতীয় মহিলা দলের স্কোর পাঁচ উইকেটে ১৮৭। শেষ ঘণ্টাতেই পাঁচ উইকেট ম্যাচে ফেরাল হিদার নাইটের দলকে।

ছবি- বিসিসিআই টুইটার

মহিলাদের চার দিনের টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ২৬৯। আজ খেলা শুরুর পর দ্বিতীয় ওভারেই সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড। ঝুলন গোস্বামীর বলে ক্যাথেরিন ব্রান্ট লেগ বিফোর হন। যদিও এরপর সোফিয়া ডাঙ্কলের অপরাজিত ৭৪ ও দশ নম্বরে নম্বরে নামা আনিয়া শ্রুবসোলের ৩৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস ইংল্যান্ডকে পৌঁছে দেয় ৯ উইকেটে ৩৯৬ রানে। তখনই ইনিংস ডিক্লেয়ার করে দেন ৯৫ রান করা অধিনায়ক হিদার নাইট। অভিষেক টেস্টে ১৩১ রানের বিনিময়ে চার উইকেট নেন স্নেহ রানা, দীপ্তি শর্মা তিনটি উইকেট। ঝুলন গোস্বামী ও পূজা বস্ত্রকার পেয়েছেন একটি করে উইকেট।

YES @katecross16 🙌

She ends a very special innings from @TheShafaliVerma 👏

Scorecard & Videos: https://t.co/AJk5wAq0tt#ENGvIND pic.twitter.com/pwXgw6egal

— England Cricket (@englandcricket) June 17, 2021

জবাবে দুরন্ত শুরু করেন ভারতের স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ৪৮.৫ ওভারে তাঁদের ওপেনিং জুটিতে ওঠে ১৬৭ রান। অভিষেক টেস্টে ১৫২ বলে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৬ রান করে আউট হন শেফালি। টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের দখলে আনা ১৭ বছরের শেফালি ম্যাচের শেষে বলেন, ব্যাটিংয়ের সময় বয়সের কথা মাথায় থাকে না। শেফালি-স্মৃতির দুরন্ত ওপেনিং জুটি যখন আশার আলো দেখাচ্ছিল তখনই ধস নামে ভারতের ব্যাটিং লাইন আপে। মাত্র চার রানের মধ্যেই চার উইকেট হারিয়ে দিনের শেষে ব্যাকফুটে চলে গিয়েছে ভারতীয় মহিলা দল। দলের ১৭৯ রানের মাথায় ১৫৫ বলে ৭৮ রান করে আউট হন স্মৃতি মান্ধানা, তাঁর ইনিংসে রয়েছে ১৪টি চার।

Fifty on Test debut for @TheShafaliVerma 🙌
Fifty for @mandhana_smriti 👏#TeamIndia off to a bright start as the openers complete a century stand. 👍👍 #ENGvIND

Follow the match 👉 https://t.co/Em31vo4nWB

Photo Courtesy: Getty Images pic.twitter.com/ko1mQWKQf1

— BCCI Women (@BCCIWomen) @KBrunt26 👀

The comeback is on!

Scorecard & Videos: https://t.co/AJk5wA8p4T#ENGvIND pic.twitter.com/tebuFTfbCe

— England Cricket (@englandcricket) June 17, 2021

স্কোরবোর্ডে আর কোনও রান যোগ হওয়ার আগেই ফেরেন শিখা পাণ্ডে। তিনি করেন ২। ১৮৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় ভারত, সবচেয়ে অভিজ্ঞ মিতালি রাজ আউট হন ২ রানে। ১৮৩ রানেই ভারতের পঞ্চম উইকেট পড়ে, শূন্য রানে ফেরেন পুণম রাউত। অধিনায়ক হিদার নাইট দুটি এবং ন্যাট শিভার, কেট ক্রস ও সোফি এক্লেস্টাইন একটি করে উইকেট দখল করেন। ব্যাটিং ধস ঠেকাতে এখন ক্রিজে রয়েছেন হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা। দিনের শেষে ভারত পিছিয়ে ২০৯ রানে।

An extraordinary end to the day!

Scorecard & Videos: https://t.co/AJk5wA8p4T#ENGvIND pic.twitter.com/aLPzPk23NB

— England Cricket (@englandcricket) June 17, 2021

More INDIA WOMEN News  

Read more about:
English summary
India Women Lost Five Wickets In The Final Hour Against England Women After Solid Opening Partnership. Shafali Verma Missed Debut Century For Just Four Runs As Smriti Mandhana Scored 78