Euro 2020 : পোল্যান্ড ম্যাচের আগে স্পেন শিবিরে অধিনায়ক বুস্কেটসের প্রত্যাবর্তন

ইউরো কাপের ই গ্রুপে সুইডেনের বিরুদ্ধে আটকে গিয়েছিল স্পেন। ফলে পোল্যান্ডের বিরুদ্ধে আগামী ম্যাচ জিততে মরিয়া লুইস এনরিকের দল। সেই আশাকে আরও সম্বৃদ্ধ করে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে স্পেনের অধিনায়ক সার্জিও বুস্কেটস। যিনি করোনা ভাইরাসকে হারিয়ে ফের জীবনের মূলস্রোতে ফিরে এসেছেন। এতে স্পেন ফুটবল দলের শক্তি যে বৃদ্ধি পাবে, তা নিশ্চিতভাবে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।

গত ৬ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সার্জিও বুস্কেটস। স্পেন শিবির থেকে তাঁকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছিল। লক্ষণ মৃদু হওয়ায় বুস্কেটসের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানানো হয়েছিল। ফলে সুস্থ হতেও খুব বেশি সময় লাগেনি বুস্কেটসের। প্রথম ম্যাচ খেলতে না পারলেও বার্সেলোনার বাড়িতে আইসোলেশনে থাকাকালীন একাই ইউরো কাপের প্রস্তুতি সারেন স্পেনের অধিনায়ক। ফলে করোনা ভাইরাস থেকে মুক্ত হতেই জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন বুস্কেটস।

স্পেন ফুটবল দলের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে সার্জিও বুস্কেটসের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। অতি দ্রুত তাঁকে সেভিয়েতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। ইউরো কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ওই শহরেই রয়েছে স্পেন ফুটবল দল। সেক্ষেত্রে আগামী শনিবার পোল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩২ বছরের মিডফিল্ডারকে প্রথম একাদশে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য স্পেন ছাড়াও করোনা ভাইরাস থাবা বসিয়েছে অন্যান্য দলেও। টুর্নামেন্ট চলাকালীন এবং তার আগে রাশিয়া, সুইডেন ও স্লোভাকিয়া ফুটবল দলের একাধিক সদস্যের কোভিড ১৯ রিপোর্ট পজেটিভ আসায় প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হয়েছে। সেই তালিকা আরও লম্বা হোক, তা চান না ফুটবল প্রেমীরা।

More EURO CUP News  

Read more about:
English summary
Euro 2020 : Spain captain Sergio Sergio Busquets returns to the squad
Story first published: Friday, June 18, 2021, 21:47 [IST]