করোনা পরিস্থিতিতে গাড়ি সংক্রান্ত নথির মেয়াদ বাড়াল কেন্দ্র। ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মতো নথির অনুমোদনের মেয়াদ বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সব ধরনের নথি মেয়াদ উত্তীর্ণ হলেও ৩০ সেপ্টেম্বর পর্যনন্ত বৈধ হিসেবে ধরা হয়। ১ ফেব্রুয়ারি যে সব নথির মেয়ার শেষ হয়ে গিয়েছে, সে গুলির মেয়াদই বাড়ানো হয়েছে। দেশের সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রকের তরফে নোটিসে বলা হয়েছে, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেন এই নির্দেশিকা পালন করে। এই কঠিন পরিস্থিতিতে যাতে কেউ হয়রানির শিকার না হন তাই এই সিদ্ধান্ত।
এর আগে ২০২০-র ৩০ মার্চ, ৯ জুন, ২৪ অগস্ট, ২৭ ডিসেম্বর ও ২০২১-এর ২৬ মার্চ এই নথি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল। করোনা পরিস্থিতিতে নথির পুনর্নবীকরণ করানোর ক্ষেত্রে সমস্যা আছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্য দিকে, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের গণ্ডিতেই আটকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। করোনায় ২৪ ঘণ্টয় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের।
অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩ হাজার ৫৭০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ কোটি ৯৭ লক্ষ ৩১৩-এ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৭০ জন।