কলকাতাঃ যেকোনো সংবাদমাধ্যমের কাজই হল, সঠিক সংবাদ সঠিক সময়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়া। তবে সংবাদমাধ্যম থেকে ভুল সংবাদ বা ভুল তথ্য অনেক সময়ে পাঠক পেয়ে থাকেন। তবে সেটা কখনও ইচ্ছাকৃত হয়। আবার কখনও অনিচ্ছাকৃত। তবে সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক বলা চলে টক মিষ্টি। কখনও সংবাদমাধ্যম তাদের সম্বন্ধে ভুয়ো খবর রটিয়েছে, কখনও তাদের পর্দা ফাঁস করে দিয়েছে দর্শকদের সামনে। আবার তারকারা নিজেদের ছবির প্রচারে কিংবা তাদের যেকোনো কাজে এই সংবাদমাধ্যমকেই পাশে পায়। তবে অভিনেতা তথা সাংসদ দেবের (Dev) সঙ্গে পূর্বে সংবাদমাধ্যমের বিরূপ কোন সম্পর্ক তৈরি হয়নি। তবে সম্প্রতি সেই ঝলক চোখে পড়ল।
প্রথম সারির এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, পরিচালক শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) এবং নন্দিতার (Nandita Roy) ছবিতে কাজ করতে চলেছেন দেব। সংবাদের শিরোনামে লেখা, ‘শিবপ্রসাদের পরিনালনায় দেব’। খবরের ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে, শিবপ্রসাদের পরিচালনায় একটি ছবিতে কাজ করছেন দেব (Deepak Adhikari) এবং প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। গল্পের বিষয়বস্তু সেভাবে বিস্তরে কিছু না লিখলেও সেখানে বলা হয়েছে, গল্পটি চোর এবং পুলিশের গল্প। পুলিশের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ এবং চোরের ভূমিকায় থাকবেন দেব।
এই খবর দেখা মাত্রই টুইট করেছেন অভিনেতা দেব। তিনি জানান, এরম কোন প্রজেক্ট হচ্ছে না। এই খবরটি একেবারেই মিথ্যা। তিনি টুইটে সংবাদের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এইধরনের ভুয়ো সংবাদ প্রচারের আগে সংবাদপত্রের আরও সতর্ক হওয়া প্রয়োজন’। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘এই খবর আপাতত সত্যি নয়’।
তবে উল্টো দিকে এই সংবাদে দেবের অনুরাগীরা বেশ খুশি হয়েছিল। তাই অভিনেতার মুখে সত্যিটা শুনে হতাশ হয়েছেন অনেকেই। তারা আশা করেছিলেন দেব – প্রসেনজিৎ – শিবপ্রসাদের মিলিত প্রয়াসে দারুণ কিছু একটা ছবি আসতে চলেছে। তাই হতাশ হয়ে অনেকে দেবের এদিনের পোস্টের রিপ্লাই করে লিখেছেন, ‘কী বলছো দাদা, এই খবর সত্যি নয়। আমি কতো কী ভেবে ফেললাম’। তো আবার কেউ এই ধরনের মিথ্যা সংবাদ থেকে সাবধান থাকতে অনুরোধ করেছেন অভিনেতাকে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.