উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৯ জুন শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুন রবিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৯ জুন শনিবার সকাল পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুন রবিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসের বলা হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মৎস্যজীবীদের জন্য এখনও জারি লাল সতর্কতা
আবহাওয়া দফতরের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা এখনও জারি করে রাখা হয়েছে। বলা হয়েছে, ১৯ জুন পর্যন্ত তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকেন।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.৭))
বালুরঘাট (৩১.৮)
বাঁকুড়া (২৫.২)
ব্যারাকপুর (২৭.৪)
বহরমপুর (৩৪.৮)
বর্ধমান (৩১)
ক্যানিং (২৫.৪)
কোচবিহার (৩৩.১)
দার্জিলিং (১৭ )
দিঘা (২৮.৩)
কলকাতা (২৫.৯)
মালদহ (৩১)
পানাগড় ( ২৬.৯)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (৩১.৮)
শ্রীনিকেতন (২৮.১)
একটি ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপের প্রভাব
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে তো ঘূর্ণাবর্ত একটা ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছে অপর একটি নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর-পূর্ব উত্তর প্রদেশের ওপরে। যার জেরে ২০ জুন পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে।