Copa America : গোলশূন্য ড্র দিয়ে শেষ কলম্বিয়া বনাম ভেনেজুয়েলার হাড্ডাহাড্ডি ম্যাচ

গোলশূন্য ড্র দিয়ে শেষ হল কলম্বিয়া বনাম ভেনেজুয়েলার কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একাধিক সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হল দুই দলকেই। এই ড্রয়ের পরও ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে কলম্বিয়া। ব্রাজিল পেরুকে হারিয়ে দিলে ফের দ্বিতীয় স্থানে নেমে আসবে তারা। ১ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভেনেজুয়েলা।

৪-৪-২ ছকে দল সাজিয়ে মাঠে নামা কলম্বিয়া প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করার চেষ্টা করে। অন্যদিকে প্রতি আক্রমণ নির্ভর আল্ট্রা ডিফেন্সিভ রণনীতিতে এগিয়ে মাঝে মাঝেই গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় ভেনেজুয়েলা। তবে কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। চোরাগোপ্তা ট্যাকেল, ফাউলে ভরা ওই অর্ধ শেষে সমান সমান জায়গায় দাঁড়িয়ে থাকে দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় কলম্বিয়া। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও রেইনাল্দো রুয়েদার দলের পক্ষে গোল করা সম্ভব হয়নি। উল্টে ম্যাচের শেষ মুহুর্তে মাথা গরম করে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান লুইস দিয়াজ। অন্যদিকে হাফ চান্সগুলিকে গোলে পরিণত করতে ব্যর্থ হয় ভেনেজুয়েলা। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে কলম্বিয়া। গোলমুখে ২৩টি শট নিলেও আটটি তারা টার্গেটে রাখতে সক্ষম হয়। তুলনায় অনেক কম শট নেওয়া ভেনেজুয়েলা মূলত রক্ষণনির্ভর স্ট্র্যাটেজিতেই ৯০ মিনিট কাটিয়ে দেয়।

📢 La @SeleVinotinto con una magnífica actuación de su arquero Wuilker Faríñez, empató a cero contra la @FCFSeleccionCol por el Grupo B, en la CONMEBOL @CopaAmerica 2021

🇨🇴 0 - 0 🇻🇪#VibraElContinente pic.twitter.com/6KP0iP2TeD

— CONMEBOL.com (@CONMEBOL) June 17, 2021

চলতি কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছিল কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে ৩-০ গোলের হার হজম করতে হয়েছিল ভেনেজুয়েলাকে। সেই নিরিখে কলম্বিয়া ও ভেনেজুয়েলার ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও তা ফলাফলহীন অবস্থায় শেষ হওয়ায় হতাশ ফুটবল প্রেমীরা।

More COPA AMERICA News  

Read more about:
English summary
Copa America : Colombia vs Venezuela match end with goalless draw