ICC WTC Final: সাউদাম্পটনে বৃষ্টি, প্রথম দিনে লাঞ্চের আগে খেলা হবে না

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শুরু থেকেই বৃষ্টির থাবা। ইংল্যান্ডে এখন গ্রীষ্মকাল। গত কয়েকদিন তুলনায় গরম ছিল, রোদ উঠছিল নিয়মিত। কিন্তু ভারত-নিউজিল্যান্ড ফাইনালের আগে থেকেই পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে নেমেছে বৃষ্টি। সাউদাম্পটনে খারাপ আবহাওয়ার কারণে তাই নির্ধারিত সময়ে খেলা শুরু হল না।

(ছবি- বিসিসিআই টুইটার)

Good morning from Southampton. We are just over an hour away from the scheduled start of play but It continues to drizzle here. The match officials are on the field now. ☔ #WTC21 pic.twitter.com/Kl77pJIJLo

— BCCI (@BCCI) June 18, 2021

সর্বশেষ খবরে জানা গিয়েছে, রাতভর বৃষ্টি চলার পর সকালে বৃষ্টির পরিমাণ কমলেও হাল্কা বৃষ্টি চলছেই সাউদাম্পটনে। বৃষ্টি যখনই থামছে তখনই মাঠ শুকানোর চেষ্টা চলছে। কিন্তু মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টির কারণে মধ্যাহ্নভোজের আগে খেলা শুরু হবে না।

Rain to start in Southampton means coffee and a chat watching the covers to start the day. #WTC21 pic.twitter.com/dLhbAd5C4l

— BLACKCAPS (@BLACKCAPS) June 18, 2021

ফাইনালে বৃষ্টি যাতে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। যদিও ছয় দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির পরিমাণ দ্বিতীয় দিনে কিছুটা কমতে পারে। আবহাওয়ার কথা ভেবেই খেলা শুরুর নির্ধারিত সময় এগিয়ে আনা হয়েছিল ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটের বদলে তিনটেতে। টসের কথা ছিল ভারতীয় সময় বেলা আড়াইটেয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হল না।

২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডেই বিরাট কোহলির ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। কিন্তু ফাইনালে জিততে পারেনি। তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি কুয়ালালামপুরে বিরাট কোহলির ভারত কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে। সেই ম্যাচের দলে ছিলেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। বোল্ট চার উইকেট নিয়েছিলেন। বিরাট কোহলি ৪৩ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছিলেন। সেবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ফলে ভারতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের স্বীকৃতি পেতে মুখিয়ে রয়েছে।

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
India Will Be Up Against New Zealand In The ICC World Test Championship Final Today In Southampton. Start Of The ICC WTC Final Being Delayed Due To Bad Weather.