কলকাতা: দেশের করোনা-গ্রাফ নিম্নমুখী। আরও কমল দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা, ঊর্ধ্বমুখী সুস্থতার হারও। করোনা নিয়ে সার্বিক এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০জন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৮৭ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনার সেকেন্ড ওয়েভ (Second Wave) শেষের পথে। প্রতিদিন কমছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ জন। ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭। শুক্রবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জনের। করোনা মোকাবিলায় দেশজুড়ে টিকাকরণের গতি বাড়ানোর সুফল মিলছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। দ্রুত গতিতে টিকাকরণ চলায় করোনা আক্রান্তের সংখ্যা কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত দেশের ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জনের টিকাকরণ হয়েছে।
তবে ভারতের মতো সুবিশাল দেশে মারণ ভাইরাস করোনার কবল থেকে পুরোপুরি মুক্ত হতে টিকাকরণে আরও বেশি জোর দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও বেশ কয়েকটি রাজ্যে প্রয়োজনের তুলনায় টিকার (Vaccine) সরবরাহ কম বলে অভিযোগ উঠছে। উল্টোদিকে এই মুহূর্তে ভারতে তিনটি সংস্থার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী দিনে আরও বেশ কয়েকটি সংস্থার ভ্যাকসিনও ভারতে প্রয়োগ করা হবে।
অন্যদিকে, করোনা আক্রান্তের সংখ্যা কমলেও দেশের বিভিন্ন রাজ্যে হানা দিচ্ছে বিভিন্ন রকমের ফাঙ্গাস। করোনা কালে ব্ল্যাক (Black Fungus), হোয়াইট (White Fungus), ইয়েলো ফাঙ্গাসের (Yellow Fungus) প্রাদুর্ভাবে আতঙ্কিত ছিলেন সাধারণ মানুষ। এরই মাঝে আতঙ্ক বাড়িয়েছে গ্রিন ফাঙ্গাস (Green Fungus)। মধ্যপ্রদেশে এক ব্যক্তির শরীরে হদিশ মিলেছে নয়া এই ফাঙ্গাসের। জানা গিয়েছে, ওই ব্যক্তি সদ্য করোনা জয় করেছেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.