Euro 2020 : চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ড্র করে কঠিন চ্যালেঞ্জের মুখে ক্রোয়েশিয়া

ইউরো কাপের ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে পিছিয়ে পড়ে কোনওমতে ড্র করতে সক্ষম হয়েছে ক্রোয়েশিয়া। ফলাফল ১-১। যদিও টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে লুকা মদরিচদের। অন্যদিকে স্কটল্যান্ডকে হারানোর পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে শেষ ১৬ লড়াইয়ে নিজেদের পা খানিকটা এগিয়ে রাখল চেক।

স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত হওয়া ইউরো কাপের ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে মাঠে নেমে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে। ফলে ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের আক্রমণ এবং প্রতি আক্রমণমূলক লড়াই চলতে থাকে ম্যাচের শুরু থেকেই। দুই দলই একাধিকবার গোল করার খুব কাছে পৌঁছেও যায়। কিন্তু বোঝাপড়ার অভাবে সফলতা থেকে বঞ্চিত হয় ক্রোয়েশিয়া ও চেক।

২০১৮ সালের বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়াকে যে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এতটা লড়াই করতে হবে, তা হয়তো ভাবেননি অনেকে। পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় যখন ডিফেন্ডারদের ভুলে পেনাল্টি পেয়ে যায় চেক। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে ধাক্কা দেন তরুণ প্যাট্রিক সিক। স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঝমাঠের কাছ থেকে নেওয়া যাঁর বাঁকানো শটের গোলটি ইউরো কাপের অন্যতম সেরা বলে বিবেচনা করা হচ্ছে।

চলতি ইউরো কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে যাওয়া ক্রোয়েশিয়া গ্লাসগোতে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়ে ঘোর অস্বিত্ব সংকটের মধ্যে পড়ে যায়। তবে দ্বিতীয়ার্ধেই দুর্দান্ত ছন্দে ফুটবল খেলতে শুরু করেন লুকা মদরিচরা। অল্প সময়ের মধ্যে চেক প্রজাতন্ত্রের গোলমুখে বেশ কয়েকটি সঙ্ঘবদ্ধ আক্রমণ তুলে আনে ক্রোয়েশিয়া। তার ফলও হাতেনাতে পেয়ে যায় ২০১৮ বিশ্বকাপের রানার্স দল।

🇨🇿 Advantage Czech Republic thanks to Schick's third goal of the tournament! 🔥

What will happen in the second half?#EURO2020

— UEFA EURO 2020 (@EURO2020) June 18, 2021

ম্যাচের ৪৭ মিনিটের মাথায় চেকের গোলমুখে ক্রোয়েশিয়ার দুর্দান্ত একটি আক্রমণ তৈরি হয়। ক্রামারিচের বাড়ানো বল নিপুণ দক্ষতায় জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে ম্যাচে সমতায় ফেরান ইভান পেরিসিচ। এরপরই ম্যাচ আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে ওঠে। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে গেলেও সফল হয়নি কোনও দলই। ফলে ১-১ ফলাফলেই শেষ হয় ম্যাচ।

এই ফলাফলের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ডি গ্রুপ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে চেক প্রজাতন্ত্র। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ক্রোয়েশিয়া। স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের আগামী ম্যাচ জিততে পারলে ইউরো কাপের নক আউট পর্বে সরাসরি পৌঁছে যাবে ইংল্যান্ড। সেক্ষেত্রে ক্রোয়েশিয়াকে তাদের শেষ ম্যাচ বড় গোলের ব্যবধানে জিততে হবে।

More EURO CUP News  

Read more about:
English summary
Euro 2020 : Croatia and Czech Republic match finished with draw