টোকিও অলিম্পিক্সে ভারতের মহিলা হকি দলের ৮ জন অভিষেকের অপেক্ষায়

টোকিও অলিম্পিক্সের জন্য ভারতীয় মহিলা হকি দল ঘোষণা করা হল বৃহস্পতিবার। ১৬ সদস্যের দলে আটজন এবারই প্রথম অলিম্পিক্সের আসরে যাচ্ছেন। ২৩ জুলাই থেকে শুরু টোকিও অলিম্পিক্স।

১৯৮০ সালের পর ২০১৬ সালের অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছিল ভারতের মহিলা হকি দল। এবার নিয়ে তৃতীয়বার ভারতের মেয়েরা অলিম্পিক্সের আসরে নামবেন। নেতৃত্ব দেবেন রানি রামপাল। দ্বিতীয়বার অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত রানি।

Looking forward to represent our country at @Tokyo2020 .Honoured to be part of the Indian team for the 2nd time in Olympics games 🇮🇳🏑#bharatkisherniya #tokyoolympics #blessed #RR28 #favouritejersey #indianteam #womenshockey pic.twitter.com/Jq5oDXp5tj

— Rani Rampal (@imranirampal) June 17, 2021

ভারতের ঘোষিত দলে রয়েছেন গোলকিপার সবিতা, ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা, নিক্কি প্রধান, গুরজিৎ কৌর ও উদিতা। নিশা, নেহা, সুশীলা চানু পুখরামবাম, মণিকা, ননজ্যোৎ কৌর ও সালিমা টেটে সামলাবেন মাঝমাঠ। রানি ছা়ড়াও ফরওয়ার্ডদের মধ্যে রয়েছেন নবনীত কৌর, লালরেমসিয়ামি, বন্দনা কাটারিয়া, শর্মিলা দেবী। ২০১৮ সালের যুব অলিম্পিক্সে ভারত রুপো জিতেছিল, তাতে নেতৃত্ব দিয়েছিলেন টেটে। লালরেমসিয়ামি মিজোরামের প্রথম খেলোয়াড় হিসেবে এই দলে সুযোগ পেয়েছেন। টেটে ও তিনি ছাড়াও যাঁরা এবার অলিম্পিক্সে প্রথম নামবেন তাঁরা হলেন, ড্র্যাগ ফ্লিকার গুরজিৎ কৌর, উদিতা, নিশা, নেহা, নবনীত কৌর, শর্মিলা দেবী।

More TOKYO OLYMPICS 2020 News  

Read more about:
English summary
Indian Squad For Tokyo Olympics 2020 Women Hockey Announced. There Are Eight Olympics Debutant Included In The 16 Member Team.
Story first published: Friday, June 18, 2021, 2:05 [IST]