করোনা আবহে অলিম্পিক্স আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে টোকিও। আগামী মাসেই শুরু টোকিও অলিম্পিক্স ২০২০। করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল অলিম্পিক্স। তবে ইতিমধ্যেই মহাতারকাদের প্রস্থানে জৌলুস কমতে শুরু করল ক্রীড়াক্ষেত্রের এই মহাযজ্ঞের।
ফরাসি ওপেনের ফাইনালে পরাজয়ের পর এ বছরের উইম্বলডন ও অলিম্পিক্সে না নামার সিদ্ধান্ত নিয়েছেন রাফায়েল নাদাল। টেনিসের অনেক তারকাই অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার করতে চলেছেন বলে খবর। অলিম্পিক্সের ফুটবলেও ব্রাজিল থাকবে, তবে থাকবেন না নেইমার।
কোপা আমেরিকা চলার মধ্যেই অলিম্পিক্সের জন্য ব্রাজিলের দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। তাতে নেইমার নেই। পিএসজি-তে মেসির আরেক সতীর্থ, যিনি গত অলিম্পিক্সে ব্রাজিলের সোনাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সেই মারকুইনহোসকেও রাখা হয়নি আন্দ্রে জার্ডিনের দলে। ব্রাজিল মিডিয়ার দাবি, নেইমারকে অলিম্পিক্সের দল থেকে বাদই দেওয়া হয়েছে। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সেটা মানতে চাইছে না। সিবিএফ-এর কো-অর্ডিনেটর ব্রাঙ্কোর কথায়, নেইমারকে রাখা গেলে ভালো হতো। তবে দুটি বড় মাপের টুর্নামেন্ট খেলে ক্লাবের প্রাক-মরশুম প্রস্তুতি শিবিরে নামা কঠিন ব্যাপার। তাই আমরা চেয়েছি কোপা আমেরিকা খেলেই এবার সন্তুষ্ট থাকুন নেইমার। এমন কথাও শোনা যাচ্ছে, মেসি বা মারকুইনহোস অলিম্পিক্সে খেলুন সেটা চাইছিল না তাঁদের ক্লাব পিএসজি।
নেইমাররা দলে না থাকলেও ব্রাজিলের ঘোষিত দলে রাখা হয়েছে দানি আলভেসকে। হাঁটুর চোটের কারণে তিনি কোপা আমেরিকায় খেলতে পারছেন না। তবে জার্ডিনের আশা, অলিম্পিক্সের আগে ফিট হয়ে যাবেন নির্ভরযোগ্য ডিফেন্ডার। ফ্রান্স-জাত দুই ফুটবলারকেও দলে রাখা হয়েছে। তাঁরা হলেন লিয়ঁ-র ব্রুনো গিমারেস ও মার্সেইয়ে নতুন চুক্তিবদ্ধ গেরসন। গত অলিম্পিক্সে ব্রাজিল ফাইনালে সোনা জিতেছিল টাইব্রেকারে। নির্ধারিত নব্বই মিনিটেও গোল করেছিলেন নেইমার।