ভারত যোগাযোগ রেখে চলেছে ডোমিনিকার সঙ্গে
প্রসঙ্গত, এ সপ্তাহের গোড়াতে ডোমিনিকার স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চোকসির ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবৈধভাবে প্রবেশের মামলার শুনানি ডোমিনিকান আদালত ২৫ জুন পর্যন্ত স্থগিত রেখেছে। চোকসি প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন যে চোকসি ডোমিনিকার কমনওয়েলথ কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন এবং আইনী কার্যক্রম চলছে। তিনি বলেন, ‘মেহুল চোকসিকে এ দেশে প্রত্যাবর্তন ও ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ভারত সরকার সক্রিয়ভাবে ডোমিনিকান সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, কারণ মেহুল চোকসিকে এ দেশে এনে বিচার প্রক্রিয়া চালানো হবে।'
ফৌজদারি অভিযোগ
বিদেশমন্ত্রকের মুখপাত্র এও বলেন, ‘ভারতে মেহুল চোকসিকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে এবং তিনি যে ভারতীয় নাগরিক সে বিষয়ে সব তথ্য ডোমিনিকা কমনওয়েলথ সরকারকে জানানো হয়েছে।' প্রসঙ্গত, সোমবার মেহুল চোকসির গত ২৩ মে ডোমিনিকায় অবৈধ প্রবেশের মামলার শুনানি শুরু হয়, কিন্তু মেহুল চোকসি অনুপস্থিত ছিলেন আদালতে।
ভারত ছেড়ে পালিয়ে যায় নীরব মোদী ও মেহুল চোকসি
চোকসি ও তাঁর বোনপো নীরব মোদী ২০১৮ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভারত ছেড়ে পালিয়ে যান, এর ঠিক এক সপ্তাহ পরেই প্রকাশ্যে আসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতি, যা ভারতীয় ব্যাঙ্কিং ইন্ডাসট্রির সবচেয়ে বড় জালিয়াতি। নীরব মোদী ইউরোপে পালিয়ে গেলেও অবশেষে তাঁকে লন্ডনে পাওয়া যায় এবং তিনি এখন ভারতে প্রত্যাবর্তনের মামলা লড়ছেন। অন্যদিকে, ২০১৭ সালেই মেহুল চোকসি অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব পেয়ে যান, এরপর ভারত থেকে পালিয়ে আসার পর এখানেই স্থায়ীভাবে থাকছেন চোকসি।
ডোম্নিকায় গ্রেফতার
৬২ বছরের চোকসি গত ২৩ মে রহস্যজনকভাবে অ্যান্টিগা ও বারবুডা থেকে নিখোঁজ হয়ে যান। পরে তাঁকে প্রতিবেশী দেশ ডোমিনিকায় অবৈধভাবে প্রবেশের জন্য গ্রেফতার করা হয়। শোনা গিয়েছে যে চোকসি তাঁর বান্ধবীর সঙ্গে রোম্যান্টিক সফরে গিয়েছিলেন। তবে তাঁর আইনজীবী জানিয়েছেন যে মেহুল চোকসিকে অ্যান্টিগার জলি হারবার থেকে পুলিশ অপহরণ করে নৌকায় করে ডোমিনিকায় নিয়ে আসে।