জামিন পেলেও ছাড়া হয়নি দিল্লি হিংসায় অভিযুক্ত সন্দেহে ধৃত ৩ ছাত্র নেতাকে। অবশেষে আদালতের নির্দেশ তাঁদের ছাড়া হয়। বৃহস্পতিবার বিকেলে তিহার জেল থেকে ছাড়া হল , নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিতা এবং ইকবাল তানহাকে। অস্ত্র আইনে তাঁদের গ্রেফতার করা হয়েছিল গত বছর মে মাসে। দুদিন আগেই দিল্লি হাইকোর্ট তাঁদের জামিন মঞ্জুর করে। কিন্তু তারপরেও ছাড়া হয়নি তাঁদের। দুদিন পরে তাঁদের ছাড়া হল।
তিহার জেল থেকে ছাড়া পেয়েই সমর্থকদের উচ্ছ্বাসকে স্বাগত জানিয়েছেন কালিতা। তিনি বলেছেন সরকার আমাদের কিছু করতে পারেনি কারণ আমরা জানি আমরা নির্দোষ। এবং আমাদের সঙ্গে আমাদের বন্ধু এবং শুভাকাঙ্খীদের সমর্থন সবসময় ছিল। হবে দিল্লি হিংসার ঘটনা নিয়ে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। তার কারণ এটা বিচারাধীন মামলা বলে জানিয়েছেন।
তবে অভিযুক্তরা দাবি করেছেন এমন কোনও ফেসবুক পোস্ট তাঁরা করেননি যাতে দিল্লির হিংসা প্ররোচনা দেওয়া হয়। এবং যার সঙ্গে জঙ্গি কার্য কলাপের কোনও সম্পর্ক রয়েছে বলে মনে হয় না। এটা একটা গণতান্ত্রিক প্রতিবাদ ছিল এবং সেটা মহিলাদের নেতৃত্বেই চলেছিল। কাজেই এটাকে জঙ্গি কার্যকলাপের তকমা দেওয়া একেবারেই নীতি বিরুদ্ধ বলে দাবি করেছেন ছাত্র নেত্রী।
মহাবীর নারওয়াল আজ ছাড়া পেলেও করোনায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছেন মে মাসে। ছাড়া পেড়ে নারওয়াল জানিেয়ছেন আজ বাবা বেঁচে থাকলে তাঁকে নিতে আসতেন। নারওয়ালকে নিতে এসেছিলেন তাঁর ভাই। তিনি কড়া সমালোচনা করে বলেছেন প্রতিবাদ করা মানেই সে জঙ্গি নয় সেটা ভুলে গিয়েছে পুলিশ।