ভোট মিটতেই ফের সংবাদ শিরোনামে নন্দীগ্রাম! বিধানসভা ভোট গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ইলেকশন পিটিশনটি দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
জানা যাচ্ছে শুক্রবার এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। আদালত সূত্রে জানা গিয়েছে, মূলত নন্দীগ্রামে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী গণনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জয়কেও চ্যালেঞ্জ জানানো হয়েছে ওই পিটিশনে।
উল্লেখ্য, গত ২ মে ২১ এর বিধানসভা ভোটে হাইভোল্টেজ লড়াই ছিল নন্দীগ্রামে। মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ভোটের দিন ঘোষনার আগেই একদা তাঁর নেত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু। এমনকি ৫০ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দেন।
আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভোট চলাকালীন বিভিন্ন ধরনের চক্রান্ত করা হয়েছে। তাঁকে হারানোর জন্য বিভিন্ন ছকও কষা হয়।
শুধু তাই নয়, ভোট গণনাতেও কারচুপি করা হয়েছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আইনজীবী মারফৎ কলকাতা হাইকোর্টের কাছে হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার আদালত এই বিষয়ে কি পদক্ষেপ নেয়।
তবে আদালত সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর যে আইনজীবীরা রয়েছেন তাঁরা এখনও মামলার বিষয়ে কিছুই জানেন না। তবে ইতিমধ্যে মামলায় তাঁদের পার্টি করা হয়েছে বলে খবর। নির্বাচন কমিশণকেও এই মামলার পার্টি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজনৈতিকমহলের মতে, ভোট চলাকালীন নন্দীগ্রামে শুভেন্দু-মমতার লড়াইয়ের সাক্ষী থেকেছে আমজনতা। এবার হাইকোর্টের মধ্যেও সেই লড়াইয়ের আঁচ পৌঁছবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভোট গণনার দিন সংবাদ সংস্থা এএনআই জানায়, নন্দীগ্রামে ১২০০ ভোটে জয়ী হয়েছেন মমতা। কিন্তু তার কিছু পরেই জানা যায়, ওই কেন্দ্রে ১৯২৩ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
ঘটনায় রীতিমত তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিস্ফোরক দাবি করেছিলেন তিনি।
মমতা বলেন, 'নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে, আরও অনেক কিছু করেছে'। শুধু তাই নয়, 'কী করে ৮ হাজারের উপর এগিয়ে থাকার মার্জিন এক নিমেষে শূন্য হয়ে যায় ? সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। শুধু তাই দীর্ঘক্ষণ ফলাফল গণনা বন্ধ রাখা হয়। রাজ্যপাল অভিনন্দন জানাচ্ছেন। সারা বাংলার এমন ফলাফল, আর নন্দীগ্রামে আলাদা ফল কীভাবে হয়? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নাম না করে সেই সময় শুভেন্দুর বিরুদ্ধেই কারচুপির অভিযোগ করেছিলেন নেত্রী। এই প্রসঙ্গে রিটার্নিং অফিসারকে প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। প্রমাণ হিসাবে একটি এসএমএস সামনে এনেছিলেণ।
সেই সময়েই আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রশাসনিক প্রধান। আর সেই মতো একমাস হতেই হাইকোর্টের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়।