নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের আগে স্ত্রী সঞ্জনার বাউন্সার বুমরাহকে

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের আগে স্ত্রী সঞ্জনাকে সাক্ষাতকার দিতে দেখা গেল জশপ্রীত বুমরাহকে। যেখানে নিজের জীবনের নানা স্মরণীয় ঘটনার কথা ইনস্টাগ্রাম পোস্ট দেখে ব্যাখ্যা করলেন ভারতীয় পেসার, ভিডিও শেয়ার আইসিসি-র। আইপিএল চলাকালীন সঞ্জনাকে ইন্টারভিউ দিতে গিয়েই প্রেমে পড়া। ইংল্যান্ড সিরিজের মাঝপথে পরিণয়সূত্রে আবদ্ধ হন দুজনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সেই সঞ্জনারই প্রশ্নের মুখে জশপ্রীত।

সুপ্ত বাসনা

বিপক্ষ ব্যাটসম্যানকে ঘায়েল করেন বিষাক্ত বাউন্সার বা ইয়র্কারে। মনের রসদ সঞ্চয়ে গিটার শেখারও ইচ্ছা রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর গিটার বাজানোর ছবি দেখিয়ে বুমরাহ বলেন, ২০১৪ সালে বোনের গিটার হাতে ছবিটি। শেখার ইচ্ছাও ছিল, তবে হয়ে ওঠেনি। যদিও নিশ্চিতভাবেই গিটার একদিন শিখব। ছোটবেলায় বোনের সঙ্গে নিজের আরেকটি ছবি তাঁর প্রিয় বলে জানালেও তখন কী করছিলেন তা মনে নেই বলেই জানান জশপ্রীত।

ঐতিহাসিক জয়

ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতে বর্ডার-গাভাসকার ট্রফি ধরার অনুভূতি তাঁর কেরিয়ারে বিশেষ মুহূর্ত বলেও জানান জশপ্রীত। বললেন, ওই টেস্ট খেলতে পারিনি। তবে নতুনরা যেভাবে নিজেদের দারুণভাবে মেলে ধরে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেন, তা যে দলের আত্মবিশ্বাস অনেটকাই বাড়িয়েছে সে কথা ধরা পড়েছে বুমরাহ-র কথাতেই।

সাফল্যের খিদেয় ফিটনেসে জোর

ইনস্টাগ্রামে নিজের ক্রিকেটজীবনের প্রথম বড় সাফল্যের ছবিটিও রেখেছেন বুমরাহ। সেটির ব্যাপারে জানালেন, অনূর্ধ্ব ১৭ ক্লাব ক্রিকেটে টি ২০ ম্যাচে ৪ ওভারে ২ রান দিয়ে পাঁচ বা ছটি উইকেট নিয়েছিলেন কয়েকটি হ্যাটট্রিক-সহ। ম্যাটিং উইকেটে সঠিক বোলিং ফিগার মনে না থাকলেও ক্রিকেট কেরিয়ার শুরুর দিকে এটিই তাঁর বড় সাফল্য বলে জানিয়েছেন বুমরাহ। খালি গায়ে জিমে তোলা ছবি নিয়ে প্রশ্ন করা হলে সঞ্জনাকে জশপ্রীত জিজ্ঞাসা করলেন, এই ছবিগুলি তিনি বাছাই করেছেন কিনা। সঞ্জনা না বলার পর জশপ্রীত বলেন, কেরিয়ারের প্রথম দিকে তেমন ফিটনেস-সচেতন না হলেও ক্রমেই এর গুরুত্ব বুঝে নিজেকে ফিট রাখায় জোর দিই।

সবচেয়ে স্মরণীয় দিন

একেবারে শেষে বিয়ের দুটি ছবি নিয়ে স্বামীর অনুভূতি জানতে চান স্ত্রী। জশপ্রীত বলেন, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। তুমিও এই দিনের একজন অংশ, নিশ্চয়ই বিভিন্ন মুহূর্ত মনে রয়েছে। আমরা দুজনেই বিয়ের সময় একে অপরকে দেখে খুব হাসছিলাম। ডেকরেশন আর ইনস্টাগ্রামের ক্যাপশন দুটোই ভালো ছিল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় বোলারদের মধ্যে ১৩ ম্যাচে ৬৭ উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। গড় ২০.৮৮ ও ইকনমি ২.৬৬। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে রয়েছেন অশ্বিন। তাঁর পরেই রয়েছেন ইশান্ত ও শামি, ১৩ ও ১৪ নম্বরে রয়েছেন এই দুই ভারতীয় পেসার। ইশান্ত ১১টি টেস্টে ৩৬ উইকেট নিয়েছে, শামি ১০টি টেস্টে। বোলিং গড় ও ইকনমিতে শামির চেয়ে এগিয়ে ইশান্ত। তাঁদের পরেই রয়েছেন জশপ্রীত, ফাইনালে যিনি বিরাট কোহলির বড় অস্ত্র হতে চলেছেন। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ১৭-এ থাকা বুমরাহ ৯টি টেস্টে নিয়েছেন ৩৪ উইকেট। গড় ২২.৪১ এবং ইকনমি ২.৭৫। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে সাউদাম্পটনে ভারতের অনুশীলনের ছবিও শেয়ার করেছে আইসিসি।

🏏@BCCI looking sharp before the #WTC21 Final 🎥 pic.twitter.com/LqAMtoLOh3

— ICC (@ICC) June 17, 2021

Playing with his sister, starring in school cricket and ‘the best day’ of his life.@SanjanaGanesan takes @Jaspritbumrah93 through some Insta Memories before the #WTC21 Final 🎥 pic.twitter.com/k8FKUxgQJI

— ICC (@ICC) June 17, 2021

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Indian Pacer Jasprit Bumrah Taking Questions Of Wife Sanjana Ganesan Ahead Of ICC WTC Final. ICC Shared Video Where Bumrah Talking About Different Memories Of His Life.