Euro 2020 : সুইডেন ম্যাচের আগে করোনার থাবা স্লোভাকিয়া শিবিরে, সংক্রমিত ২

শুক্রবার ইউরো কাপের ই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার কথা স্লোভাকিয়ার। তার আগে ওই শিবিরের এক ফুটবলার সহ দুই সদস্যের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজেটিভ আসায় সুইডেন ম্যাচের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করেন ফুটবল প্রেমীদের একটা অংশ। করোনা আক্রান্ত স্লোভাকিয়া দলের ওই দুই সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে।

ম্যাচের একদিন আগে দুঃসংবাদটি শোনান স্লোভাকিয়া দলের কোচ স্টিফান তারকোভিচ। জানান দলের ডিফেন্ডার দেনিস ভাভরো ও সাপোর্ট স্টাফের কোভিড ১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। লক্ষণহীন ওই দুই সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্লোভাকিয়া দলের কোচ। বলেছেন, করোনা আক্রান্তরা স্থিতিশীল রয়েছেন। স্লোভাকিয়া দলের ডাক্তারের পর্যবেক্ষণে তাঁদের রাখা হয়েছে।

ইউরো কাপ চলাকালীন সব দলের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের প্রতিদিনই একবার করে কোভিড ১৯ টেস্ট করা হচ্ছে। বুধবার স্লোভাকিয়া দলের সদস্যদের করোনা টেস্ট করা হলে ফুটবলার দেনিস ভাভরো সহ দুই সদস্যের শরীরে সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন কোচ স্টিফান তারকোভিচ। দলের বাকি সদস্যদের আরও একবার করে কোভিড ১৯ টেস্ট করা হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার ইউরো কাপের ই গ্রুপে সুইডনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ নিয়ে আত্মবিশ্বাসী মনে হয়েছে স্লোভাকিয়া কোচকে।

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে দেয় স্লোভাকিয়া। তিন পয়েন্ট নিয়ে তারা গ্রুপ তালিকার শীর্ষে রয়েছে। ১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে স্পেন ও সুইডেন। শুক্রবার সুইডেনের বিরুদ্ধে জয় হাসিল করতে পারলেই ইউরো কাপের নক আউট পর্বে পৌঁছে যাবে স্লোভাকিয়া। তার আগে করোনা নামক প্রতিপক্ষকে হারাতে বদ্ধপরিকর স্টিফান তারকোভিচের দল।

More EURO CUP News  

Read more about:
English summary
Euro Cup 2020 : Two members of Slovakia test positive for coronavirus
Story first published: Thursday, June 17, 2021, 22:11 [IST]