করোনা চিকিৎসায় আর নেই চিন্তা, স্বল্প সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে এই ব্যাঙ্ক

করোনাকালে একদিকে যেমন ধুঁকছে দেশের অর্থব্যবস্থা, তেমনই কমেছে মানুষের আয়ও। সঙ্গে, দু-বছরে দুবার লকডাউনের কোপে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। অন্যদিকে করোনার কবল থেকে সুস্থ হলেও শরীরে বাসা বাঁধছে একাধিক মারণ ব্যাধি। এমতাবস্থায় করোনা আক্রান্তের চিকিৎসায় এবার পাশে দাঁড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া। আর তাতেই নতুন করে উচ্ছ্বাস দেখা গেল গ্রাহকদের মধ্যে।

স্বল্প সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ

করোনা আক্রান্তদের জন্য স্বল্প সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে এসবিআই। আর যিনি এই ঋণ নেবেন, শুধু তিনি নন, গোটা প্রকল্পের আওতায় থাকবে তাঁর গোটা পরিবার। সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত পর্যন্ত কোল্যাটারাল-হীন ঋণ দেবে এসবিআই। সম্প্রতি এক বিবৃতি জারি করে এসবিআই-র তরফে এক কথা জানানো হয়েছে।

কী এই ‘কবচ পার্সোলান লোন’ ?

নয়া প্রকল্পের নাম রাখা হয়েছে ‘কবচ পার্সোলান লোন'। এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের অধীনেই দেওয়া হবে এই ঋণ। বার্ষিক ৮.৫ শতাংশ সুদের হারেই দেওয়া হবে এই কোভিড পার্সোনাল লোন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ খাড়া এই কথা জানিয়েছেন। তবে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে সুদসহ এই ঋণ শোধ করতে হবে বলে ব্যাঙ্কের শর্তাবলীতে জানানো হয়েছে।

কারা নিতে পারেন ঋণের সুবিধা ?

বেতনভোগী ছাড়াও যাঁরা বেতনভুক্ত নন তাঁরাও এমনকী পেনশনভোগীরা এই ঋণ নিতে পারবেন বলে জানা যাচ্ছে। ব্যাঙ্কের অনলাইন ব্যাঙ্কিং পোর্টালের মাধ্যমে করা যাবে আবেদন। করোনা চিকিৎসার জন্য যাদের বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে, তাঁদের হাতে সাহায্য পৌঁছে দিতেই এসবিআই এই প্রকল্প নিয়েছে বলে জানাচ্ছেন ব্যাঙ্কের কর্মকর্তারা। এমনকী দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে দীর্ঘদিনথেকেই এই বিষয়ে ভাবনা চিন্তা চলছিল বলেও জানান এসবিআইের চেয়ারপার্সন দীনেশ খাড়া।

একনজরে ভারতের করোনা চিত্র

অন্যদিকে করোনাকালে মন্দার ছাপ পড়েছে ব্যাঙ্কিক সেক্টরেও। যদিও তারপরেও সাধারণ মানুষের পাশে থাকছে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে একাধিক রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক। যদিও বর্তমানে গোটা দেশেই করোনার প্রকোপ আগের থেকে অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৮৯ জন। এদিকে এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লক্ষের কিছু বেশি। মারা গিয়েছেন ৩ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষ।

দেশে ভ্যাকসিনেশনেও লিঙ্গ বৈষম্য! পুরুষদের থেকে কম টিকা পেয়েছেন মেয়েরাদেশে ভ্যাকসিনেশনেও লিঙ্গ বৈষম্য! পুরুষদের থেকে কম টিকা পেয়েছেন মেয়েরা

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Low interest loan up to Rs 5 lakh, SBI with Covid Personal Loan