অনুব্রত ঘনিষ্ঠ
এই কোভিড পরিস্থিতিতে অনুষ্ঠান করে সেফ হোমের উদ্বোধন। তাতে প্রধান অতিথি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। কেষ্ট দাবি এই কোভিড পরিস্থিতিতেও তিনি বিডডিও অরিন্দম মুখোপাধ্যায়ের কথা ফেলতে পারেননি। তাই সুদূর বোলপুর থেকে ছুটে এসেছেন আউশগ্রামে। সেফ হোমের উদ্বোধনে।
অনুব্রতকে প্রণাম
মঞ্চে অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজি । সকলের সামনেই অনুব্রত মণ্ডলকে মহামানব বলেন বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাদের কর্মবীর এবং অনুব্রত মণ্ডল মহামানব। তারপরেই মঞ্চে বসে থাকা অনুব্রত মণ্ডলকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। সরকারি অনুষ্ঠানে সরকারী আধিকারীকের এই আচরণে শোরগোল পড়ে গিয়েছে।
বিডিও-র সাফাই
এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই বিডিও অরিন্দম মুখোপাধ্যায় দাবি করেছেন তিনি প্রণাম করেননি। প্রণাম করতে গিয়েছিলেন ঠিকই কিন্তু অনুব্রত মণ্ডল তাঁর প্রণাম নেননি। হাত আটকে দিয়েছিলেন। জেলা শাসক জানিয়েছেন। এটা অরিন্দম বাবুর ব্যক্তিগত বিষয় এর মধ্যে তাঁদের কিছু বলার নেই। কিন্তু সরকারি আধিকারীকের এই আচরণ স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলে দিয়েছে।
অনুব্রতর দাপট
বীরভূমে এবার বিজেপি একেবারেই দাঁত ফোটাতে পারেনি। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দাবি করেছেন ২২০ থেকে ২৩০টি আসন তৃণমূল কংগ্রেস পাবে। উপনির্বাচনে আরও কয়েকটি আসন তৃণমূল কংগ্রেস পাবে বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।