Euro 2020 : উত্তর মেসিডোনিয়াকে হারিয়ে শেষ ১৬-এর আশা জিইয়ে রাখল শেভচেঙ্কোর ইউক্রেন

ইউরো কাপের সি গ্রুপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তর মেসিডোনিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছনোর আশা জিইয়ে রাখল ইউক্রেন। পেনাল্টি মিস করেও ২-১ ফলাফলে ম্যাচ জিতলে প্রাক্তন ফুটবল তারকা আন্দ্রেই শেভচেঙ্কোর দল। অন্যদিকে সুযোগ নষ্টের খেসারত দিতে হল উত্তর মেসিডোনিয়াকে।

রোমানিয়ার বুখারেস্টে হওয়া ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে ইউক্রেন। ৪-৩-৩ ছকে দল নামিয়ে উত্তর মেসিডোনিয়ার গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে আন্দ্রেই শেভচেঙ্কোর দল। অন্যদিকে ৩-৪-১-২ ছক দল সাজিয়ে মূলত প্রতি আক্রমণ নির্ভর রণনীতি নিয়ে মাঠে নামে উত্তর মেসিডোনিয়া। তাতে প্রথমার্ধে কল্কে করতে পারেননি ইগর অ্যাঞ্জেলোভস্কির ছেলেরা।

প্রথমার্ধের শুরু থেকে একের পর এক সুযোগ তৈরি করলেও সফলতা পেতে ২৯ মিনিট অপেক্ষা করতে হয় ইউক্রেনকে। গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো। এক গোলে এগিয়ে গিয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় ইউক্রেন। ৩৪ মিনিটে এক সঙ্ঘবদ্ধ ও পরিকল্পিত আক্রমণের ফলস্বরূপ দ্বিতীয় গোলটি পায় শেভচেঙ্কোর দল। এবার রোমান ইয়ারেমচুকের বুট থেকে আসে সফলতা। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে গেলেও সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয় উত্তর মেসিডোনিয়া।

২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ইউক্রেন। গোলের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে প্রথম থেকেই আক্রমণে চাপ বাড়ায় শেভচেঙ্কোর দল। নিজেদের মধ্যে বোঝাপড়া আরেকটূ ভাল হলে দ্বিতীয়ার্ধেও আরও কয়েকটি গোল করতে পারত ইউক্রেন। একাধিক সহজ সুযোগ আসে উত্তর মেসিডোনিয়ার কাছেও। ৫৭ মিনিটের মাথায় তা তারা কাজে লাগাতে সক্ষম হয়।

🇲🇰 First goal at a major tournament for Ezgjan
Alioski ⚽️#EURO2020 pic.twitter.com/UmoWLL78Jv

— UEFA EURO 2020 (@EURO2020) June 17, 2021

দ্বিতীয়ার্ধ শুরুর ১২ মিনিট পর পেনাল্টি পেয়ে যায় উত্তর মেসিডোনিয়া। এজান আলিওস্কির স্পট কিক ইউক্রেনের গোলরক্ষক বাঁচিয়ে দেন। ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি এজান। এক গোলের ব্যবধান কমিয়ে আরও মরিয়া হয়ে ওঠে উত্তর মেসিডোনিয়া। অন্যদিকে ম্যাচে প্রাধান্য কায়েম করার মরিয়া চেষ্টা চালাতে থাকে ইউক্রেনও। ফলে লড়াই আকর্ষণীয় হয়ে ওঠে।

ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইউক্রেন। রুসলান মালিনোভস্কি স্পট কিক বাঁচয়ে দেন উত্তর মেসিডোনিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিভস্কি। তবু ম্যাচ জিততে সক্ষম হয় শেভচেঙ্কোর দল। এই জয়ের ফলে ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে ইউক্রেন। টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছতে হলে পরবর্তী ম্যাচ তাদের জিততেই হবে। অন্যদিকে দুটি ম্যাচ হেরে চলতি ইউরো কাপ থেকে কার্যত ছিটকে গেল উত্তর মেসিডোনিয়া।

More EURO CUP News  

Read more about:
English summary
Euro 2020 : Ukraine beat North Macedonia in an neck to neck encounter