৫ লক্ষের কম হলে তোলা যাবে পুরো টাকা
ফান্ড রেগুলেটর জানিয়েছে, এখন থেকে যেসব গ্রাহকের জমানো টাকার পরিমাণ ৫ লক্ষের কম, তাঁরা পুরো টাকাটাই তুলে নিতে পারবেন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মেয়াদ পূর্তির আগেই একবারে তুলে নেওয়ার ক্ষেত্রে টাকার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িতে আড়াই লক্ষ টাকা করা হয়েছে।
যাঁরা পেনশন পান, তাঁরা সুবিধা পাবেন না
বলা হয়েছে, যেখানে গ্রাহকের স্থায়ী অবসর গ্রহণের অ্যাকাউন্টে জমা পেনশন পাঁচলক্ষের সমান কিংবা তার থেকে কম, কিংবা কর্তৃপক্ষের দেওয়া সীমার মধ্যে রয়েছে, সেইসব গ্রাহক টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রে সরকার কিংবা নিয়োগ কর্তার থেকে যাঁরা পেনশন পান তাঁরা এই সুবিধার বাইরে বলেও জানানো হয়েছে।
এনপিএস-এর বর্তমান নিয়ম
এনপিএস-এর বর্তমান নিয়মে যাঁদের অবসর গ্রহণের সময় ২ লক্ষ টাকার ওপরে রয়েছে, কিংবা ৬০ বছরে পৌঁছে গিয়েছেন, তাঁদের অ্যানুয়িটি কিনতে হয়। বাকি ৬০ শতাংশ টাকা তাঁরা অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারেন।
বাড়ানো হয়েছে বয়সের সময়সীমা
এছাড়াও এনপিএস-এ অন্তর্ভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করা হয়েছে। আর এই প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার বয়সসীমাও বাড়িয়ে ৭৫ বছর করা হয়েছে।
বর্তমান নিয়মে কারা এনপিএস-এর সুবিধা নিতে পারেন
যে কোনও ভারতবাসী (অনাবাসীও হতে পারেন) তাঁদের বয়স ১৮ থেকে ৬৫-র মধ্যে হলে এনপিএস-এ যোগ দিতে পারেন। তবে এক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না। একজনের নামেই এই অ্যাকাউন্ট খোলা যায়। যুগ্ম নামে এই অ্যাকাউন্ট খোলার নিয়ম নেই।