নয়া সিস্টেমে বদলে যাচ্ছে ব্যাঙ্কিংয়ের সংজ্ঞা, সহজে লেনদন করতে কী ভাবে বানাবেন ইউপিআই আইডি?

মুদির দোকান হোক বা শপিং মল, খুচরো কেনাবেচা হোক বা পাইকারি। নগদের বদলে এখন ধীরে ধীরে অনলাইন লেনদেনেই বেশি ভরসা করছে সাধারণ মানুষ। বাজারে এসে গিয়েছে গুগল পে, ফোন পে, পেটিএম, মুবিকউইক, অ্যামাজন পে-র মতো একাধিক ইউপিআই নির্ভর চমকপ্রদ অ্যাপ। এমনকী আজকাল হোয়াটঅ্যাপের মাধ্যমেও লেদেন করা যাচ্ছে। প্রয়োজন শুধু একটা ইউপিআই আইডির।

কী ভাবে বানাবেন ইউপিআই আইডি ?

এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই হল এমন একটি একটি মোবাইল পেমেন্ট সিস্টেম যা আপনাকে আপনার স্মার্টফোনে বিভিন্ন আর্থিক লেনদেন করতে সাহায্য করে। একবার অ্যাপ ডাউনলোড হয়ে গেলে তারপর ব্যাঙ্ক অ্যাকউন্ট যুক্ত করলেই সিহংভাগ কাজ শেষ। তারপর নিজের ইচ্ছানুযায়ী বানিয়ে ফেলুন ইউপিআই আইডি।

ব্যাঙ্কিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস

বর্তমানে গোটা বিশ্বে ব্যাঙ্কিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই-র আওতাধীন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই মূলত এই নয়া পেমেন্ট সিস্টেমের ডিজাইন করেছে। ছয় সংখ্যার পিনের উপর নির্ভর করেই চলে গোটা লেনদেন প্রক্রিয়া। যা সহজ ভাষায় ইউপিআই পিন বলেই পরিচিত।

কী ভাবে করবেন ওটিপি-র ব্যবহার ?

কিন্তু তার আগে নির্দিষ্ট অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলতে হবে আপনার নিজস্ব ইউপিআই আইডি। যা সাধারণ ব্যাঙ্ক বা আপনার মোবাইল নম্বরের আদ্যক্ষরের উপর নির্ভর করে তৈরি হয়। তারপরেই সেট করতে হবে ছয় সংখ্যার পিন। তবে তার আগে নির্দিষ্ট মোবাইল নম্বর দিলেই আসবে একটি ওটিপি। যা মোবাইলে আসার পর যা বৈধ থাকে মাত্র ১০ মিনিটের জন্য।

কী ভাবে তোলা যাবে টাকা ?

সঠিক ওটিপি দেওয়ার পরেই তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট। তারপরেই তৈরি করা যাবে পিন। একবার ইউপিআই আইডি তৈরি হয়ে গেলে তারপর নির্দিষ্ট অ্যাপ দিয়েই যখন তখন দেখা যাবে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স, ইউপিআই টু ইউপিআই টাকা পাঠানোর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড দিয়েও পাঠানো যাবে টাকা। তবে তার আগে অ্যাপ কোম্পানি দ্বারা কেওয়াইসি করিয়ে নেওয়া বাধ্যতামূবক। এই কাজ হয়ে গেলেই ভার্চুয়াল আইডি ও আধার নম্বরের প্রয়োগে ব্যাঙ্ক বা নির্দিষ্ট স্টোর থেকে তোলা যাবে টাকাও

More RBI News  

Read more about:
English summary
Learn how to create a UPI ID for online transactions