কোথায় হতে পারে আইএসএল
সূত্রের খবর, আনু্ষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না হলে এফএসডিএলের তরফে ক্লাবগুলিকে জৈব সুরক্ষা বলয় তৈরির কথা বলা হয়েছে। কোনও অঘটন না ঘটলে ফের গোয়াতেই টুর্নামেন্টের আসর বসতে চলেছে বলে খবর। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আইএসএল খেলা সব ক্লাবের সিইও-দের সঙ্গে কথা বলেছে এফএসডিএল। সেখানেই গোয়াকে আইএসএল ২০২১-২২ মরসুমের ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে খবর।
গোয়ার লড়াই ছিল বাংলা ও কেরলের সঙ্গে
করোনা ভাইরাসের আবহে আরও একবার আইএসএলের একমাত্র ভেন্যু হওয়ার লড়াইয়ে বাংলা এবং কেরল, গোয়াকে বেশ বেগ দিয়েছে বলে এফএসডিএল সূত্রে খবর। তবে গোয়া গত মরসুমে সফলভাবে ইভেন্ট আয়োজন করে দেখিয়ে দেওয়ায়, বাকি দুই রাজ্য কিছুটা হলেও পিছিয়ে পড়েছে বলে জানানো হয়েছে।
কোন দল কোন মাঠে খেলতে পারে
এফএসডিএলের বুধবারের বৈঠকের পর আপাতভাবে জানা গিয়েছে যে গত মরসুমের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, রানার্স এটিকে মোহনবাগান এবং নর্থইস্ট ইউনাইটেডের ঘরের মাঠ হতে চলেছে গোয়ার ফতোরদার জহরলাল নেহেরু স্টেডিয়াম। বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হোম টিম হিসেবে খেলতে দেখা যেতে পারে এফসি গোয়া, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি এবং বেঙ্গালুরু এফসি-কে। বাকি চার দলের হোম গ্রাউন্ড ভাস্কোর তিলক ময়দান হতে পারে বলে খবর।
কবে থেকে শুরু হতে পারে আইএসএল? বিকল্প পরিকল্পনা কী?
এখনও পর্যন্ত যা খবর তাতে চলতি বছরের ১৯ নভেম্বর কিংবা তার আশেপাশের কোনও দিনে আইএসএল শুরু হতে পারে। ২০২২ সালের ২০ মার্চ বা তার আশেপাশের কোনও দিনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রভাব আরও বেড়ে গেলে আইপিএলের মতোই ভারতের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে আইএসএল। কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীকে ভারতের বিকল্প ভাবা হয়েছে বলে এফএসডিএল সূত্রে খবর।