টেস্টে ছক্কার সংখ্যায় এগিয়ে কে
টিম ইন্ডিয়ার বর্তমান সদস্যদের মধ্যে ছক্কার সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা। দেশের হয়ে ৩৮টি টেস্ট ম্যাচ খেলা হিটম্যান ইতিমধ্যেই ৫৯টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। যিনি টেস্টে ৫০টি ছক্কা হাঁকিয়েছেন। ৫১টি ম্যাচ খেলে এই পর্যায়ে পৌঁছেছেন জাড্ডু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁদের ব্যাট জ্বলে উঠবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।
তালিকায় আর কারা
টিম ইন্ডিয়ার বর্তমান সদস্যদের মধ্যে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানো চার ক্রিকেটারদের তালিকায় নেই বিরাট কোহলি। তৃতীয় স্থানে থাকা ঋষভ পন্থ দেশের হয়ে মাত্র ২০টি টেস্ট খেলে ৩৩টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। চতুর্থ স্থানে অবস্থান করছেন অজিঙ্ক রাহানে। যিনি ভারতের হয়ে ৭৩টি টেস্ট খেলে ৩২টি ছক্কা হাঁকিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভাল কিছু করতে হলে এই দুই ক্রিকেটারকে ব্যাট হাতে কেরামতি দেখাতে হবে।
ভারতের সর্বকালের সর্বোচ্চ তালিকা
টেস্টে ছক্কা হাঁকানোর নিরিখে ভারতের সর্বকালের সর্বোচ্চ ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। ভারতের হয়ে ১০৪টি টেস্ট খেলা প্রাক্তন ওপেনার ৯১টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে এমএস ধোনি ভারতের হয়ে ৯০টি টেস্ট খেলে ৭৮টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। যিনি দেশের হয়ে ২০০টি টেস্ট খেলে ৬৯টি ছক্কা হাঁকিয়েছেন।
বিশ্ব তালিকার শীর্ষে কে
টেস্টে ছক্কা হাঁকানোর বিশ্ব তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। তিনি ১০১টি টেস্ট খেলে ১০৭টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ৯৬টি টেস্ট খেলে ১০০টি ছক্কা হাঁকিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তিনি ১০৩টি টেস্ট খেলে ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসের টেস্টে ছক্কার সংখ্যা ৯৭।