শহরগুলিতেও প্রস্তুতি সাড়া
দেশের বিভিন্ন শহরে ভ্যাকসিন পৌঁছনোর আগে তা পরিবহণের যে বাধাগুলি রয়েছে, তাও দূর করা হয়েছে বলে জানিয়েছে হায়দরাবাদ ভিত্তিক প্রস্তুতকারী সংস্থা। ইতিমধ্যেই যে শহরগুলিতে প্রস্তুতি নেওয়া হয়েছে সেগুলি হল বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, মুম্বই, কলকাতা, দিল্লি, বাড্ডি, চেন্নাই, মিরালাগুডা এবং কোলাপুর। এছাড়াও আগামী দিনগুলিকে আরও বেশি কিছু শহরকে এই তালিকায় রাখা হয়েছে।
-১৮ ডিগ্রিতে রাখতে হবে এই ভ্যাকসিন
প্রস্তুতকারী সংস্থা থেকে বেরনোর পরে এই স্পুটনিক ভি ভ্যাকসিন যেখানেই পৌঁছবে, সেখানেই তা রাখতে হবে -১৮ ডিগ্রি সেন্টিগ্রেডে। সেই অনুযায়ী কোল্ড স্টোরেজের বন্দোবস্ত করা হচ্ছে। কোউইন-এ অন্তর্ভুক্তির পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ট্রেসের বন্দোবস্তও রাখা হয়েছে।
এপ্রিলে দেশে অনুমতি
ডিজিসিআই-এর তরফ থেকে এপ্রিলে রাশিয়ায় ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ওপর নির্ভর করে এদেশেও অনুমতি দেওয়া হয়। এছাড়াও এদেশে স্পুটনিক ভি-র তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালও করা হয়। ডক্টর রেড্ডিজের তরফে জানানো হয়েছে, বাজারজাত করার আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চালানো হচ্ছে। পাশাপাশি সহযোগী হাসপাতালগুলিকেও এই ভ্যাকসিন কীভাবে পরিচালনা করতে হবে, তার ব্যবস্থা করতে, নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে।
ডেল্টা ভ্যারিয়েন্টে বেশি কার্যকরী
রাশিয়ার ডিরেক্ট ইনভেন্টমেন্ট ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অন্য যেকোনও ভ্যাকসিনের থেকে অনেক বেশি কার্যকরী এই স্পুটনিক ভি। ইতিমধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টকে নিয়ে চিন্তা ব্যক্ত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এর আগে হুই জানিয়েছিল, গত অক্টোবরে ভারতে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল।