ক্ষমতার অধিকারী হয়েও মাটিতে পা বিধায়কের! টোটোতেই মানব সেবায় মনোরঞ্জন ব্যাপারী

তাঁর জীবনটা খুব একটা সহজ ছিল না। খুব কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছেন। একটু ভাতের জন্যে অনেক কিছুই করতে হয়েছে জীবনে। একটা বড় সময় কেটেছে তাঁর অন্যের ভার বহন করেই। অর্থাৎ রিক্সা চালিয়েই। দিনের পর দিন রিক্সা চালিয়েছেন।

কিন্তু সময় কি সবসময় এক ভাবেই চলে? আর তা চলে না বলেই একেবারে মাটির মানুষটিকে তুলে এনে বিধায়ক বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধায়ক হয়েও একটুও বদলাননি তিনি। একটা শাসকদলের বিধায়ক। অনেক ক্ষমতাই তাঁর হাতে। কিন্তু তাতে কি? পা এখনও মাটিতেই রেখেছেন বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী।

More MAMATA BANERJEE News  

Read more about:

mamata banerjee

English summary
Manoranjab Byapari is using toto to serve people being an MLA
Story first published: Wednesday, June 16, 2021, 20:12 [IST]