এসসি ইস্টবেঙ্গল ছেড়ে অস্ট্রেলিয়ার ক্লাবে স্টেইনম্যান, এটিকে মোহনবাগান ছাড়লেন জয়েশ-থাতালরা

অবশেষে এসসি ইস্টবেঙ্গল ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন জার্মান মিডফিল্ডার ম্যাটি স্টেইনম্যান। আগামী মরসুমে ব্রিসবেন রোর এফসি-র হয়ে মাঠ কাঁপাতে দেখা যাবে ২৬ বছরের ফুটবলারকে। অন্যদিকে মরসুম শুরু আগে এটিকে মোহনবাগান ছাড়লেন জয়েশ রানে, কোমল থাতাল ও মাইকেল রেগিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ সংক্রান্ত সবুজ মেরুনের পোস্ট।

গত মরসুমের আইএসএলে ১১ দলের মধ্যে নবম হয়েছিল এসসি ইস্টবেঙ্গল। ২০ ম্যাচ খেলে মাত্র ১৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিল লাল-হলুদ। যদিও কলকাতার দলের হয়ে বল পায়ে নিজের জাত চিনিয়েছিলেন জার্মান মিডফিল্ডার। চারটি গুরুত্বপূর্ণ গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করার ক্ষেত্রেও বড় অবদান ছিল ২৬ বছরের ফুটবলারের। চর্চিত হয়েছিল স্টেইনম্যানের দুর্দান্ত গতি ও ড্রিবলিং দক্ষতা।

The #ATKMohunBagan family would like to extend our gratitude to Jayesh Rane, Komal Thatal and Regin Michael for their services to the club. 💚❤️

The trio have parted ways with us and we wish them all the best for their future endeavours! 💚❤️

#Mariners #JoyMohunBagan pic.twitter.com/IvJ4vOEndA

— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) June 15, 2021

ইতিমধ্যে নতুন মরসুমের চুক্তি স্বাক্ষর নিয়ে লগ্নিকারী শ্রী সিমেন্টসের সঙ্গে ইস্টবেঙ্গলের দ্বন্দ্ব শুরু হয়। যার নিষ্পত্তি বিশ বাঁও জলে ডুবতে দেখে ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ম্যাটি স্টেইনম্যান। এসসি ইস্টবেঙ্গল ছাড়ার মন তৈরি করে ফেলেছিলেন ব্রাইট এনোবাখারেও। নাইজেরীয় তারকার সম্পর্কে কিছু জানা গেলেও স্টেইনম্যান যে লাল-হলুদ ছেড়ে ব্রিসবেন রোর এফসি-তে সই করে ফেলেছেন, তা জানা গিয়েছে। ওই অস্ট্রেলীয় ফুটবল ক্লাবের তরফে টুইট করে এ খবর দেওয়া হয়েছে। ফুটবলারের সঙ্গে কথোপকথনের ভিডিও আপলোডও করা হয়েছে।

Welcome to Brisbane Roar, Matti Steinmann! 🟠

We're delighted to announce the signing of the German midfielder ahead of the next @ALeague season ✍️

Announcement ➡️ https://t.co/cnmq63bUtl#ALeague #ForTheCrest

— Brisbane Roar FC (@brisbaneroar) June 16, 2021

Euro 2020 : কোন কোন নজির গড়লেন টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোEuro 2020 : কোন কোন নজির গড়লেন টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

অন্যদিকে আগামী মরসুমের আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যাবে না জয়েশ রানে, কোমল থাতাল, মাইকেল রেগিনকে। সোশ্যাল মিডিয়ায় তিন তারকার ছবি পোস্ট করে তাঁদের সানন্দে বিদায় জানিয়েছে আইএসএল ২০২০-২১ মরসুমের রানার্স শিবির। উল্লেখ্য ওই মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে মাঠে বেশ কয়েকটি ম্যাচে নজর কেড়েছিলেন জয়েশ। তারাদের ভিড়ে সবুজ-মেরুনের প্রথম একাদশে সেভাবে জায়গা করে নিতে পারেননি কোমল থাতাল ও মাইকেল রিগেনের মতো দক্ষ ফুটবলাররা।

More EAST BENGAL News  

Read more about:
English summary
Matti Steinmann joins Brisbane Roar FC from SC East Bengal, Jayesh Rane, Komal Thatal and Regin Michael leave ATK Mohun Bagan
Story first published: Wednesday, June 16, 2021, 14:34 [IST]