দিল্লিতে রাজ্যপাল
আজ দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা তাঁর। সেখানে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলবেন রাজ্যপাল। এমনই শোনা যাচ্ছে। তবে কখন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তা এখনও জানা যায়নি। আগািমকাল তিনি দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে। তবে কখন তিনি দেখা করবেন তা এখনও জানা যায়নি।
রাজ্যপালকে নিশানা
রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফের নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটে রাজ্যেপালের দিল্লি যাওয়ার ঘটনােক নিশানা করে লিখেছেন। শুনলাম আঙ্কেলজি দিল্লি যাচ্ছেন, তিনি যেন আর না ফেরেন।টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিশানা করে টুইট করেছে তৃণমূল কংগ্রেস সাংসদ। কয়েকদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে কর্মী নিয়োগে স্বজন পোষণের অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র।
মমতাকে চিঠি রাজ্যপালের
দিল্লি যাওয়ার আগে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি দেন। চিঠিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে চুপ কেন রাজ্য। রাজ্যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। স্বাধীনতার পরে এমন পরিস্থিতি কখনও তৈরি হয়নি বলে চিঠিতে অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই।
পাল্টা জবাব রাজ্যের স্বরাষ্ট্র দফতরের
মুখ্যমন্ত্রীকে লেখা রাজ্যপালের চিঠি প্রকাশ্যে এল কীকরে এই নিেয় সরব হয়েছে স্বরাষ্ট্র দফতর। গতকালই এই নিয়ে রাজ্যপালকে পাল্টা জবাব দিয়েছে রাজ্য। টুইটে অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি যেভাবে প্রকাশ্য আনা হচ্ছে তা একেবারেই নিয়ম বিরুদ্ধ।