সম্প্রতি পঞ্জাবের কংগ্রেস নেতাদের অনেকের কাছে একটি ফোন আসে। ফোনে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁদের প্ররোচনা দেওয়া হয়। ফোনে নিজেদের প্রশান্ত কিশোর বলে দাবি করেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। এরপরই ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামালা দায়ের করেছে পঞ্জাব পুলিশ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা প্রশান্ত কিশোরের পরিচয়ে কিছুদিন ধরে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের ফোন করছিলেন। এবং তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উস্কে দিচ্ছিলেন।
এএনআই সূত্রের খবর এই অজ্ঞাত পরিচয় কলাররা পঞ্জাবের রাজনীতিবিদদের রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিতে এবং তার নেতৃত্বের সমালোচনা করার জন্য উৎসাহিত করেছিলেন।
প্রশান্ত কিশোরের পরিচয় দিয়ে ফোন করা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অমরিনন্দর সিংয়ের বিরোধিতার বিষয়টিকে দিল্লিতে কংগ্রেসের হাই কমান্ডের কাছে নিয়ে যাওয়ারও আশ্বাস দেন ফোনে। তারপরই ফোন কলের বিষয়টি সামনে আনেন অনেকে। নড়েচড়ে বসে পঞ্জাব পুলিশও৷
বৈশাখীর নামে উইল করতেই শোভনকে উচ্ছেদের নোটিস রত্নার ভাইয়ের
পুরো ঘটনার পর্যালোচনা করে, অজ্ঞাত পরিচয় 'কলার'দের বিরুদ্ধে আইপিসি'র ৪১৬, ৪১৯, ৪২০, ১০৯ এবং ১২০-বি এবং আইটি অ্যাক্টে ২০০০-এর ৬৬-ডি ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।