ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত জেনে নিন

ফের বাড়ল জ্বালানি তেলের দাম। আজ থেকেই রাজ্যে তৃতীয় দফার করোনার বিধিনিষেধ জারি হচ্ছে। ৯০ টাকা পেরোল কলকাতায় ডিজেলের দাম। পেট্রোলের দামও ১০০ ছুঁই ছুঁই। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৪ পয়সা। আর ডিেজলের দাম বেড়েছে ১৩ পয়সা। পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬.৫৮ টাকা। এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০.২৫ টাকা।

দেশের একাধিক শহরে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। রবিবার জ্বালানির দাম না বড়লেও সোমবার জ্বালানির দাম বেড়েিছল। রাজস্থানের শ্রী গঙ্গানগর, ভোপালে পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে। এই নিয়ে অবশ্য খুব একটা হেলদোল নেই কেন্দ্রে। পেট্রোলিয়াম মন্ত্রী এই মূল্য বৃদ্ধিকে খুব একটা আমোল দিতে চাননি। এই নিয়ে পথে নেমেছেন িবরোধীরা। কংগ্রেস শহরের একাধিক জায়গায় বিরোধিতায় সরব হয়েছে।

পেট্রোল -ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে জিনিসের দামবেড়েছে। মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনী জিনিস। সেকারণেই পরিবহণ খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে কাঁচা সবজি থেকে চাল-ডাল সবকিছুর দাম হু হু করে বাড়তে শুরু করেছে। তার সঙ্গে দফায় দফায় লকডাউনে বিপুল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও।

More PETROL News  

Read more about:
English summary
Petrol Diesel price hyke at Kolkata on 16 June
Story first published: Wednesday, June 16, 2021, 12:18 [IST]