মুম্বই: কালই ২০ বছর পার করল ‘লগান’। আশুতোষ গায়ারিকর (Ashutosh Gowarikar) পরিচালিত ও আমির খান (Amir Khan) অভিনীত ‘লগান’ যে কতটা সফল ছিল তা আজও কাউকে বলে বোঝানের প্রয়োজন নেই। অনেক পরিচালক আজও ‘লগান’কে বেঞ্চমার্ক হিসেবে ধরেন। এক সাক্ষাৎকারে আমির খানই একথা জানায়। ছবিটি আশুতোষ গোয়ারিকরের তৃতীয় ছবি ও আমির খানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি।
ছবির প্রধান চরিত্রে শুধু আমির নন, এই ছবির প্রত্যক অভিনেতার অভিনয়ও আজও মনে রেখেছে ফিল্মি দুনিয়া। ছবি প্রসঙ্গে মিস্টার পারফেকশনিস্ট বলেন, ‘লগান ছিল, আছে আর ভবিষ্যতেও এর যাত্রা চলবে। এটি এমন একটি জার্নি ছিল যেখানে আমার সঙ্গে কিছু অসাধারণ মানুষের সাক্ষাত হয়। নতুন বন্ধু তৈরি হয়, যা দু দশকের বেশি সময় ধরে চলছে। অনেক শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক আবেগ, অনেক স্মৃতি। এই ছবিটি আমার জীবনের রাস্তাকে নির্দিষ্ট আকৃতি দিয়েছিল।’
আর আজ আমির খানের গলায় শোনা গেল অন্য সুর। ‘লগান’ ছবির সঙ্গে মুক্তি পেয়েছিল ‘গদার-এক প্রেম কথা’ ছবিটি। দুই ছবি বক্স অফিসে জোড় টক্ক হয় দুই ছবির। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, ‘আমার মনে হয় দুটো কিংবা তাঁর বেশি ছবি একদিনে বক্স অফিসে মুক্তি পেলেও ভালো ব্যবসা করতে পারে যদি সেগুলো ভালো ছবি হয়। সানি দেওল আর আমার ইতিহাস আছে। ‘দিল’ ও ‘ঘায়েল’ একই দিনে মুক্তি পেয়েছিল। আর দুটো ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘গদর’ ও ‘লগান’-এর ক্ষেত্রেও তো সেরকম হয়।’
’লগান’র থেকে তিন গুণ বড় ছবি গদর। লোক ট্রাক ভাড়া করে ছবি দেখে এসেছিল। গদর ছিল একটা সুনামির মতো। আর লগান যদি একটুও খারাপ হতো, তাহলে আমরা দাঁড়াতেই পারতাম না। এটা ভালো যে দুটো ছবিই প্রশংসা পায়। ভালো ব্যবসা করেছিল। গদরের থেকে লগান-এর বক্স অফিসে কম সাফল্য পেলেও সকলে মন জয় করে নিয়েছিল।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.