ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোন বলে খেলা হবে? ছবি দেখেছেন কি?

আগামী শুক্রবার বা ১৮ জুন থেকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারত বনাম নিউজিল্যান্ডের হাই-ভোল্টেজ ঘিরে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। সেই আঁচ গায়ে মেখে এই ঐতিহাসিক ম্যাচের বলের ছবি পোস্ট করল ব্ল্যাক ক্যাপসরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কেমন জার্সি গায়ে মাঠে নামবেন কেন উইলিয়ামসন, টিম সাউদিরা, তাও প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

কোন বলে খেলা হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল

আগামী শুক্রবার সাউদাম্পটনে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে বলে খেলা হবে, তার ছবি পোস্ট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। মেরুন বলের গায়ে সোনালী রংয়ে লেখা রয়েছে 'আইসিসি ডব্লুটিসি ফাইনাল ২০২১ ভারত বনাম নিউজিল্যান্ড'। ছবিটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটি দাগ কেটেছে ক্রিকেট প্রেমীদের মনে। উল্লেখ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক নম্বর গ্রেডের ডিউক বলে খেলা হবে বলে গত মাসেই জানিয়েছিল আইসিসি। সেই কথা রেখেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

উইলিয়ামসনদের জার্সি প্রকাশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ড ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নামবেন, তার ছবিও প্রকাশ করা হয়েছে। ব্ল্যাক ক্যাপসদের পোস্ট করা ছবিতে অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাউদিদের ওই জার্সি পরে পোজ দিতে দেখা গিয়েছে। যদিও জার্সিতে নাম এবং নম্বর কেবল বিজে ওয়াটলিংয়েরই দেখানো হয়েছে। ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের ক্রিকেটকে বিদায় জানাবেন ওই কিউয়ি ক্রিকেটার। তার আগে ওয়াটলিং-কে এভাবেই সম্মান জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ভারতীয় জার্সিতে বিরাট

সাউদাম্পটনের এজিয়াস বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে জার্সি পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে ভারতীয় ক্রিকেট দল, তা আগেই উন্মোচন করা হয়েছে। সেই জার্সি গায়ে বিরাট কোহলির ছবি পোস্ট করে ম্যাচের উত্তাপ বাড়িয়ে দিয়েছে স্বয়ং আইসিসি। সাদা পোশাকে ক্যামেরার সামনে পরিচিত আক্রমণাত্মক মেজাজেই ধরা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ছবি পোস্ট জাদেজার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে তিনি যে কতটা উদগ্রীব হয়ে রয়েছেন, তা আরও একবার প্রমাণ করেছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট জার্সি গায়ে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অল-রাউন্ডার। জনপ্রিয় হয়েছে তাঁর ক্যাপশন 'kai na ghatte'। লাইক ও কমেন্টসে ভরে গিয়েছে ইনবক্স।

More WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
New Zealand Cricket Borad reveals first picturs of World Test Championship final's ball
Story first published: Wednesday, June 16, 2021, 15:34 [IST]