মুম্বই: শেষ হল অপেক্ষার। ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন ফারহান আখতার(Farhan Akhtar)। অবশেষে ঘোষণা করলেন ফারহান আখতার অভিনীত ছবি মুক্তির দিন। জানালেন, আগামী জুলাই মাসেই মুক্তি পাবে ‘তুফান’ (Toofan)। গতবছর প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। সেখানে বক্সিং রিং-এ মধ্যে দেখা গিয়েছিল নায়ককে। সেই থেকে ফারহানের ভক্তরা দিন গুণছেন। আজ সোশ্যাল মিডিয়ায় ফারহান ‘তুফান’ ছবির একটি পোস্টার পোস্ট করেন। আর লেখেন, ১৬ জুলাই মুক্তি পাবে ছবিটি।

জানা গিয়েছে, অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ‘তুফান’। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ফারহান আখতার। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই স্পোর্টস ড্রামা এই ছবি। আর এই ছবিতে ফের একবার খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।

এর আগে খেলোয়াড়ের চরিত্র ফারহানকে দেখেছেন দর্শকরে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ভাগ মিলখা ভাগ ছবিতে মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করেছিলন ফারহান। এবার ফের একবার দেখা যাবে তাঁকে। ‘তুফান’ ছবিতে ফারহান একজন বক্সারের চরিত্রে অভিনয় করবেন।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে ছবি মুক্তির কথা ছিল। কিন্তু, গতবছর মার্চ থেকে করোনার জেরে বন্ধ প্রেক্ষাগৃহ। সে কারণেই, মুক্তি পায়নি ছবি। শেষে প্রযোজক ওটিটি-তে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন। কথা ছিল ২১ মে ওয়েবে মুক্তির কথা ছিল। নানা কারণে, সেদিও মুক্তি পায়নি ছবি। তবে, শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ১৬ জুলাই মুক্তি পাবে তুফান।

এদিকে, প্রযোজনা নিয়ে কালই খবরে এসেছিলেন নায়ক। তথ্যচিত্র ‘অ্যাংরি ইয়ং ম্যান’ প্রযোজনার দায়িত্ব নিতে চলেছেন ভাইজান। তবে, তিনি একা নয়। সঙ্গে থাকবেন ফারহান আখতার ও জোয়া আখতার। তিনজনের প্রযোজনায় তৈরি হবে তথ্যচিত্র। এই তথ্যচিত্র তৈরি হবে জাভেদ আখতার ও সেলিম খানের জুটির ওপর। তাঁরা বলিউডে প্রচুর কাজ করছেন। এই জুটির লেখা চিত্রনাট্যের গুণে সুপার হিটের তকমা পেয়েছে বহু ছবি। সেই জুটির ওপর এবার তৈরি হচ্ছে তথ্যচিত্র। এখন চলছে রিসার্চ। শীঘ্রই শুরু হবে শ্যুটিং। আর এই ছবির প্রযোজানার দায়িত্ব এবার ফারহান আখতারের কাঁধে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.