পিএসির বৈঠকে অধীরকে বাধা
দেশের সংসদীয় ব্যবস্থায় নজরদারি জন্য যেসব স্থায়ী কমিটি রয়েছে, তাদের মধ্যে পুরনো হল পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই কমিটি কেন্দ্রীয় সরকারের রাজস্ব এবং খরচের পরীক্ষা-নীরিক্ষা করে থাকে। বলা ভাল সরকারের কাজ খতিয়ে দেখে থাকে। এদিন পিএসির চেয়ারম্যান অধীর চৌধুরী করোনা মহামারীর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথা বলা শুরু করতেই জগদম্বিকা পাল এবং লালন সিং-এর নেতৃত্বে এনডিএ সদস্যরা তাঁকে বাধে দেন।
এটা উল্লেখ করা প্রয়োজন, এর আগের বিভিন্ন লোকসভায় তা সে টুজি স্পেকট্রাম হোক কিংবা রাস্তা তৈরি এইভাবেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল। তারপরেই সিএজি সেইসব ব্যাপারে রিপোর্ট তৈরি করেছিল।
পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ
অধীর চৌধুরী দেশে করোনার তৃতীয় তরঙ্গের প্রস্তুতির জন্য আহ্বান জানান তিনি। তবে এনডিএ সদস্যরা বাধাদানে অবিচল থাকায় অধীর চৌধুরী চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি প্রশ্ন করেন, তাহলে কি সরকার কিছু লুকনো চেষ্টা করছে?
চুপ ছিল ডিএমকে, বিজেডি
এব্যাপারে উল্লেখযোগ্য যে কমিটিতে ডিএমকে এবং নবীন পট্টনায়কের বিজেডি-সহ অন্য সদস্যরা করোনা নিয়ে চেয়ারম্যানের বিস্তৃত আলোচনার প্রস্তাবে চুপচাপ ছিল। ডিএমতে তামিলনাড়ুতে কংগ্রেসের জোটসঙ্গী। এনডিএ সদস্যরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে এব্যাপারে আলোচনা হয়েছে। যদিও গতবছরেও এব্যাপারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারের কাজ খতিয়ে দেখার চেষ্টা করেছিল।
এর আগেও বিভিন্ন বিষয়ে বাধা
তবে করোনা নিয়ে আলোচনায় বাধা দেওয়াই প্রথম নয়, সাম্প্রতিক সময়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সদস্যরা নোটবাতিল এবং সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদীয় তদন্তের বিরোধিতা করেছে।