কোপা আমেরিকায় সুপারস্টারের প্রতি শ্রদ্ধা নিবেদনে আপ্লুত সৌরভ

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির অনবদ্য ফ্রি কিকে এগিয়ে গিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্তিনাকে। রিও-র নিলটন স্যান্টোস স্টেডিয়ামে করোনা পরিস্থিতিতে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু এই ম্যাচের আগে অনবদ্য পদ্ধতিতে দিয়েগো মারাদোনার প্রতি যেভাবে শ্রদ্ধা নিবেদন করা হল তাতে মুগ্ধ ফুটবল-বিশ্ব। এমনকী আইপিএল ও টি ২০ বিশ্বকাপ আয়োজনের হাজারো ব্যস্ততার মধ্যেও তা দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত বছরের নভেম্বরে ৬০ বছর বয়সে প্রয়াত হন দিয়েগো মারাদোনা। আর্জেন্তিনা-চিলি ম্যাচের আগে আর্জেন্তিনার কিংবদন্তির প্রতি যেভাবে শ্রদ্ধা নিবেদন করল কনমেবল (CONMEBOL), তা বহুকাল ফুটবলপ্রেমীদের মনে গেঁথে থাকবে।

¡GRACIAS, DIEGO! 🙏

Emotivo homenaje al astro Diego Armando Maradona 🇦🇷 en la CONMEBOL #CopaAmérica 🏆

¡Eterno 🔟!#VibraElContinente pic.twitter.com/vHKGeXugKm

— Copa América (@CopaAmerica) June 14, 2021

মাঠের মধ্যেই থ্রি ডি লাইট ও প্রোজেকশনের মাধ্যমে তুলে ধরা হল মারাদোনার জীবনের নানা স্মরণীয় অধ্যায়। হলোগ্রাফির মাধ্যমে দেখানো হলো যেন কিক-আপ করছেন মারাদোনা, আর বদলে যাচ্ছে জার্সি। আর্জেন্তিনার পাশাপাশি আর্জেন্তিনোস জুনিয়রস, বোকা জুনিয়রস, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিউওয়েল'স ওল্ড বয়েজের হয়ে যে জার্সিগুলো পরে খেলেছেন ফুটবলের রাজপুত্র। ছোটোবেলায় বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করা থেকে মেক্সিকোয় বিশ্বকাপ জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর চিরস্মরণীয় গোল থেকে শুরু করে ফুটবল সম্রাট পেলে ও ফুটবলের রাজপুত্র আলিঙ্গনের মুহূর্ত তুলে ধরা হল প্রাণবন্তভাবে। সাউন্ডট্র্যাকে ওপাস-এর লাইভ ইজ লাইফ। মিনিট তিনেকের এই ভিডিও দেখলে মারাদোনা-ভক্তদের গায়ে কাঁটা দেবে নিশ্চিতভাবেই। কনমেবলের তরফে বলা হয়, ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারকে আমরা সম্মানিত করছি। ভিডিও-র শেষে মারাদোনার জন্মের সালের উল্লেখ থাকলেও বার্তা দেওয়া হল মারাদোনার কখনও মৃত্যু হয় না। তিনি অমর।

ভিডিও-র শেষে ছিল ২০০১ সালে বোকা জুনিয়রস ছাড়ার সময় মারাদোনার বিদায়ী ভাষণ। কোপা আমেরিকা হওয়ার কথা ছিল আর্জেন্তিনায়। কিন্তু করোনা পরিস্থিতিতে তা সরে আসে ব্রাজিলেই। নাহলে আর্জেন্তিনার কোনও স্টেডিয়ামেই উপস্থাপিত হতো এই ভিডিওটি। যা শেয়ার করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার চলচ্চিত্রে রবি ঘোষ আর ফুটবলে দিয়েগো মারাদোনার অন্ধ ভক্ত মহারাজ। মারাদোনাকে এভাবে কনমেবল-এর শ্রদ্ধার্ঘ্য দেখে সেই ভিডিও শেয়ার করে সৌরভ লিখেছেন, জিনিয়াস তথা আমার সুপারস্টারকে যেভাবে কোপা আমেরিকায় শ্রদ্ধা নিবেদন করা হলো তা প্রশংসনীয়। ওয়েল ডান কোপা আমেরিকা।

More COPA AMERICA News  

Read more about:
English summary
Maradona's Life Was Honored In A Tribute Featuring 3D Lights And Projections Onto The Pitch Before Argentina's Copa America Opener. Sourav Ganguly Impressed With This Tribute To His Superstar.
Story first published: Wednesday, June 16, 2021, 1:30 [IST]