রং বদলেই বাড়ছে মারণ ক্ষমতা! কালো-সাদা-হলুদের পর এবার সবুজ ছত্রাকের হানা দেশে

করোনার সংক্রমণের পারা নামলেও বর্তমানে গোটা দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। সঙ্গে ভয় বাড়াচ্ছে সাদা ও হলুদ ছত্রাকও। এমনকী ইতিমধ্যেই এই রোগকে মহামারি বলেও চিহ্নিত করেছে কেন্দ্র সরকার। যুদ্ধকালীন তৎপরতায় বাড়ানো হচ্ছে এই রোগের চিকিৎসা পরিকাঠামো। এমতবস্থায় এবার কালো-সাদা-হলুদের পর এবার এবার দেশে হানা দিল সবুজ ছত্রাক।

ইন্দোরে প্রথম আক্রান্তের খোঁজ

মধ্যপ্রদেশের ইন্দোরে এক ৩৪ বছর বয়েসী করোনী জয়ীর শরীরেই এবার মিলল সবুজ ছত্রাকের সন্ধান। চিকিৎসকদের আশঙ্কা কালো ছত্রাকে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ওই ব্যক্তি। তার মধ্যমেই দেহে বাসা বেঁধেছে এই নয়া প্রজাতির ছত্রাক। তবে ব্ল্যাক ফাঙ্গাসের কোনও চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। এদিকে মূলত করোনা জয়ী বা আক্রান্তদের শরীরেই সর্বাধিক থাবা বসাচ্ছিল এই সমস্ত মারণ ফাঙ্গাস।

অ্যাস্পারগিলোসিসের হানায় ত্রস্ত স্বাস্থ্য মহল

এই ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সূত্রের খবর, ইন্দোরে এই ব্যক্তিটিও সম্প্রতি দীর্ঘ রোগ ভোগের পর করোনার হাত থেকে রেহাই পেয়েছেন। আর তারপর থেকেই তার শরীরে দেখা যাচ্ছে একাধিক জটিলতা। একাধিক পরীক্ষা-নিরক্ষার দেখা যায় মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের বদলে তার শরীরে থাবা বসিয়েছে অ্যাস্পারগিলোসিস(Aspergillosis) সবুজ ছত্রাক। যা দেশের মধ্যে এখনও পর্যন্ত প্রথম ঘটনা বলেই মনে করা হচ্ছে।

আরও সঙ্কটজনক মুকুল-পত্নী! ফুসফুস প্রতিস্থাপন করতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাইআরও সঙ্কটজনক মুকুল-পত্নী! ফুসফুস প্রতিস্থাপন করতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাই

১৫০ শতাংশেরও বেশি বেড়েছে সংক্রমণ

চিকিৎসকেরা জানাচ্ছে সমগোত্রীয় হলেও ধারে ভারে অনেক বেশি সংক্রমণ ক্ষমতা রাখে এই সবুজ ছত্রাক। এমনকী ফুসফুস ও রক্তেও খুব সহজেই ছড়ায় সংক্রমণ। আর তাতেই নতুন করে উদ্বিগ্ন হচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে গ ত তিন সপ্তাহে গোটা দেশে ১৫০ শতাংশেরও বেশি বেড়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। তার মাঝেই সবুজ ছত্রাকের হানায় যে নতুন করে উদ্বেগ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে সবুজ ছত্রাকে আক্রান্ত ওই ব্যক্তির চিকিৎসার জন্য তাঁকে বর্তমানে ইন্দোর থেকে মুম্বইয়ে হিন্দুজা হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
The first case of green fungus was found in Indore