ছাপিয়ে যাচ্ছে প্রথম ঢেউয়ের পরিসংখ্যান, গোটা দেশে হু হু করে বাড়ছে চিকিৎসক মৃত্যুর সংখ্যা

করোনার করাল গ্রাসে আম-আদমির পাশাপাশি গোটা দেশেই প্রাণ হারাচ্ছেন প্রথমসারির কোভিড যোদ্ধারাও। এদিকে করোনার দ্বিতীয় পর্বে গোটা দেশে চিকিৎসক মৃত্যুতে শীর্ষে রয়েছে বিহার। অন্যদিকে চলতি বছরের কয়েক মাস গড়াতে না গড়তেই গোটা দেশে মৃত্যু হল ৭৩০ জন চিকিৎসকের। প্রত্যেকেরই প্রাণ কেড়েছে মারণ করোনা।

Covid 19 update : পশ্চিমবঙ্গ: রাজ্যে নিম্নমুখী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। সেখানে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১৫ জন ডাক্তার। তারপরেই সর্বাধিক মৃত্যু হয়েছে দিল্লিতে। সেখানে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১০৯ জন ডাক্তারের। এদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাশোসিয়েশনের তথ্য বলছে গত বছর করোনার প্রথম ঢেউয়ে গোটা দেশে মোট ৭৪৮ জন ডাক্তারের মৃত্যু হয়। কিন্ত চলতি বছরের অর্ধেক ফুরোতে না ফুরোতেই সংখ্যাটা প্রায় একই।

আইএমএর তথ্যে এও দেখা গেছে গত বছরে ৯১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে শুধু তামিলনাড়ুতে। যা যে কোনও রাজ্যের থেকে সর্বোচ্চ। মহারাষ্ট্রের ৮১ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেনয পশ্চিমবঙ্গ থেকে ৭১ জন। অন্ধ্রপ্রদেশ থেকে ৭০, অসম থেকে ২০, বিহার থেকে ৩৮, চন্ডীগড় ও ছত্তিসগড় থেকে ৮ জন ডাক্তার প্রাণ হারিয়েছিলেন।

কাদের শরীরে বাসা বাঁধছে সবুজ ফাঙ্গাস? প্রাথমিক উপসর্গ, প্রভাব সম্পর্কে কী বলছেন বিশেষজ্ঞরাকাদের শরীরে বাসা বাঁধছে সবুজ ফাঙ্গাস? প্রাথমিক উপসর্গ, প্রভাব সম্পর্কে কী বলছেন বিশেষজ্ঞরা

অন্যদিকে গোয়া, মণিপুর ও কাশ্মীর থেকে ৩ জন করে ডাক্তার করোনার বলি হন।, গুজরাটে মারা যান ২ জন। দিল্লি থেকে ২৩, কর্ণাটকের ৬৮, হিমাচলপ্রদেশের ২ জন, ঝাড়খণ্ড থেকে ১৯ জন, কেরলের ৪ জন, মধ্যপ্রদেশ থেকে ২২ জন, মেঘালয় ও ত্রিপুরা থেকে ১ জন, পন্ডিচেরি থেকে ২ জন, ওড়িশা ও হরিয়ানা থেকে ১৪ জন, পাঞ্জাব থেকে ২০, রাজস্থান থেকে ১৭, তেলিঙ্গানা থেকে ১২ জন চিকিৎসকের মৃত্যু হয় বলে খবর। কিন্তু এবারে যে বছর শেষে মোট মৃত্যুর সংখ্যাটা অনেকটাই বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
number of doctor deaths due to corona is increasing in the whole country