Euro 2020 : টুর্নামেন্ট চালাকালীন আর যে যে রেকর্ড ভাঙা ও গড়ার অপেক্ষায় রোনাল্ডো

হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপের এফ গ্রুপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ ৩-০ গোলে জিতে যায় পর্তুগাল। ম্যাচে দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যার হাত ধরে বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড গড়েন সিআর সেভেন। এভাবে চলতে থাকলে আগামী আরও একাধিক আন্তর্জাতিক রেকর্ড ভেঙে ফেলবেন পর্তুগিজ তারকা। সেই পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

দেশের হয়ে সর্বাধিক গোল

পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১৭৬টি ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে আন্তজার্তিক গোল সংখ্যার নিরিখে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে থাকা ইরানের আলি দায়েই দেশের হয়ে ১০৯টি গোল করেছেন। চলতি ইউরো কাপেই সেই রেকর্ড ভেঙে দিতে পারেন সিআর সেভেন।

ছবি সৌজন্যে উয়েফা ইউরো টুইটার

ইউরো কাপে সবচেয়ে বেশি সহায়তা

কেবল গোলের নিরিখে নয়, গোল করানোর ক্ষেত্রেও ইউরো কাপে শীর্ষ সারিতে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি টুর্নামেন্টের পাঁচ সংস্করণ মিলিয়ে মোট চার বার সতীর্থকে গোল করার ক্ষেত্রে সাহায্য করেছেন। এই তালিকায় রোনাল্ডোর পাশেই রয়েছেন রাউল, ডেভিড বেকহ্যাম, লুইস ফিগো, আর্জেন রবেন, বাস্তেইন সোয়েইনস্তেইগারের মতো যথাক্রমে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানির প্রাক্তন তারকারা। চলতি ইউরো কাপে সেই সব রথী-মহারথীদের টপকে গোলা করানোর নিরিখে শীর্ষে পৌঁছে কারেল পোবোর্স্কিকে (ইউরো কাপে পাঁচটি সহায়তা) ধরে ফেলতে পারেন ক্রিশ্চিয়ানো। কিংবা তাঁকে ছাপিয়ে আরও এগিয়ে যেতে পারেন সিআর সেভেন।

ইউরোপীয় ফুটবলার হিসেবে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ

পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সংখ্যার নিরিখে তিনি ইউরোপীয় তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। প্রথম স্থানে থাকা স্পেনের সার্হিও রামোসকে (দেশের হয়ে ১৮০ ম্যাচ) টপকে যাওয়ার সুযোগ সিআর সেভেনের সামনে। চলতি ইউরো কাপে চোটের কারণে খেলছেন না রামোস। অন্যদিকে পর্তুগাল অন্তত টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পারলেও রিয়াল মাদ্রিদ অধিনায়ককে টপকে যাবেন রোনাল্ডো। কারণ ইউরো কাপের এফ গ্রুপে এখনও দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ধরলে আরও তিনটি ম্যাচ খেলবে রোনাল্ডো শিবির। তখন রোনাল্ডোর আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ১৮১-তে গিয়ে পৌঁছবে।

যে যে রেকর্ড গড়ে ফেলেছেন রোনাল্ডো

মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপের ম্যাচে দুই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবমিলিয়ে ইউরো কাপে পর্তুগিজ তারকার মোট গোল সংখ্যা ১১-তে গিয়ে পৌঁছেছে। একাধারে ফ্রান্সের কিংবদন্তি মিশেল প্লাতিনিকে টপকে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিআর সেভেন। ইউরো কাপে মোট ৯টি গোল করে শীর্ষ স্থানে ছিলেন ফরাসি লিজেন্ড। ২০০৪ সালে প্রথমবার ইউরো কাপ খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ২০০৮, ২০১২, ২০১৬ সালেও পর্তুগালের হয়ে একই টুর্নামেন্ট খেলেন তিনি। গত ইউরো টুর্নামেন্টে দেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন সিআর সেভেন। ২০২১ সালের ইউরো কাপের প্রথম ম্যাচেই দুই গোল করে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন রোনাল্ডো। সবমিলিয়ে নিজের কেরিয়ারে মোট পাঁচটি ইউরো কাপ খেলেছেন বা খেলছেন পর্তুগিজ তারকা। যে রেকর্ড বিশ্বের অন্য কোনও ফুটবলারের নেই। মোট ১১টি গোল করে ইউরো কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা খুব সহজে হয়নি। ২০০৪ সালে থেকে এখনও পর্যন্ত পাঁচটি ইউরো কাপেই গোল করেছেন পর্তুগিজ তারকা। যা এক বিশ্ব রেকর্ড।

More EURO CUP News  

Read more about:
English summary
Cristiano Ronaldo can breaks three international record in Euro 2020