বর্ষার বৃষ্টি শুরু
বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েেছ রাজ্যে। গত সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যে। যার জেরে সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিল। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিলেও চার জেলায় কিন্তু আগামি ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাদে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগে থেকেই এই চার জেলাকে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এদিকে ইয়াস বিধ্বস্ত দুই জেলায় ফের ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় উগ্বেগে রয়েছেন বাসিন্দারা।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল। যার জেরে উত্তরবঙ্গের একাধিক জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে দফায় দফায়। উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়তে শুরু করেেছ। ভুটান পাহাড়েও বৃষ্টি চলছে।
সপ্তাহভর মেঘলা আকাশ
মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহভর মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিেত। কলকাতার আকাশও মেঘলা থাকবে। সকাল থেকেই শহরে ঝিরঝিরে বৃষ্টি চলছে। গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েেছ কলকাতা সহ দুই ২৪ পরগনায়। রাস্তায় এখনও জল না জমলেও সতর্ক রয়েছে কলকাতা পুরসভা। প্রস্তুত রাখা হয়েছে সব পাম্পিং স্টেশন।