উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৭ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ জুন শুক্রবার সকাল পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৭ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ জুন শুক্রবার সকাল পর্যন্ত সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা বলা হয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী চার থেকে পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে অক্ষরেখাটি দিন পরিবর্তন করে দক্ষিণ পঞ্জাব থেকে হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৮.২ (৩১. ৬)
বালুরঘাট (৩২.২)
বাঁকুড়া ২৬.৮ (৩১.৫)
ব্যারাকপুর ২৮ (৩২.৪)
বহরমপুর ৩৪.৬ (৩৫)
বর্ধমান ৩৩ ( ৩৪.৮)
ক্যানিং ২৯ (২৮.৬)
কোচবিহার ৩৪ (৩২.৭)
দার্জিলিং ১৮ (১৭.৪)
দিঘা ৩০.৬ (৩০)
কলকাতা ২৭.৮ ( ২৯.২)
মালদহ ৩১.৫ (৩৪)
পানাগড় ২৯.২ ( ৩২)
পুরুলিয়া ২৫.৩ (৩১.৩)
শিলিগুড়ি ৩২.৪
শ্রীনিকেতন ২৯.২ (৩২.৮)
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এখনও জারি রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে জোরাল হাওয়া থাকায় মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে তাঁরা যেন ১৭ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যান।