তৃতীয় ওয়েভ আসার আগেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরি কাঠামো উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্র। রাজ্যে নতুন কোভিড হাসপাতাল খোলার জন্য বড় অঙ্কের টাকা বরাদ্দ হল পিএম কেয়ারস ফান্ড থেকে৷
করোনার দ্বিতীয় ওয়েভে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। একটা সময় হাসপাতালে বেড ও অক্সিজেন পাওয়ার জন্য মানুষের হাহাকার ছিল তুঙ্গে। বেড, চিকিৎসা, অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর একাধিক খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে৷ কলকাতার সঙ্গেই একইভাবে খারাপ অবস্থার সম্মুখীন হয়েছিল জেলার হাসপাতালগুলি৷ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সক্রিয় মোদী সরকার।
কারা বানাবে এই হাসপাতাল?
প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা এবং জরুরি ত্রাণ তহবিল থেকে ৪২.৬২ কোটি টাকা বরাদ্দ হয়েছে মুর্শিদাবাদ ও কল্যাণীতে দুটি ২২০ বেডের কোভিড চিকিৎসা তৈরির জন্য। এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে এরকম ভাবে এই হাসপাতালগুলি তৈরি করবে DRDO,
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশান এর আগেও কোভিড
মোকাবিলায় একাধিক জায়গাতে হাসপাতাল তৈরি করেছে৷ কোভিড চিকিৎসায় সাহায্যকারী ওষুধ 2DG তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে DRDO-র। এবার রাজ্যে দু'জায়গাতে কোভিড হাসপাতাল বানাতে চলেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থাটি৷
বঙ্গ ছাড়া আর কোথায় হবে হাসপাতাল?
প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা এবং জরুরি ত্রাণ তহবিলের আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, জম্মু, শ্রীনগর এবং দিল্লিতে কোভিড হাসপাতাল তৈরি করবে DRDO