Euro 2020 : ওয়েলসের কাছে হেরে তুরস্কের অভিযান কার্যত শেষ, পেনাল্টি মিসেও বেলের স্বস্তি

ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেলে তুরস্ক। ২-০ গোলে ম্যাচ জিতে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল গ্যারেথ বেলের দল। ইতালি ও সুইজারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলা গ্রুপের পরবর্তী ম্যাচে কী ফলাফল হয়, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

আজারবাইজানের বাকুতে ইউরো কাপের গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে ৪-১-৪-১ ছক দল সাজিয়ে প্রথম থেকেই আক্রমণে যাওয়ার মরিয়া চেষ্টা করেন তুরস্কের কোচ সেনল গুনেস। অন্যদিকে ৪-১-৪-১ ছকে খেলতে নেমেও মূলত প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে থাকে ওয়েলস। এভাবে ম্যাচে নিজেদের প্রথম গোলের খুব কাছাকাছি বেশ কয়েকবার পৌঁছে যায় দুই দলই। তবু ম্যাচের প্রথম গোল আসতে বেশ খানিকটা সময় লেগে যায়।

ম্যাচের প্রথম সাফল্য আসে ৪২ মিনিটে। ওয়েলসের হয়ে দুর্দান্ত দক্ষতায় গোল করেন অ্যারন রামসে। প্রথমার্ধে আরও গোলের সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয় গ্যারেথ বেলের দল। অন্যদিকে প্রথম ৪৫ মিনিটে বেশ কয়েকটি গোলর সুযোগ নষ্ট করে তুরস্কও। এর মাশুলও তাদের গুনতে হয়। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ওয়েলস।

বাকুতে অনুষ্ঠিত হওয়া এ গ্রুপের এই ম্যাচের দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও যায় দুই দল। তবু শূন্যতায় ভুগতে হয় তুরস্ককে। অন্যদিকে ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ হাতছাড়া করে ওয়েলস। গ্যারেথ বেলের স্পট কিক বারের অনেকটা ওপর দিয়ে বেরিয়ে যায়।

GOAL! Turkey 0-2 Wales (C. Roberts 90'+5)#EURO2020 pic.twitter.com/72FgiU5uCw

— UEFA EURO 2020 (@EURO2020) June 16, 2021

অন্যদিকে গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যায় তুরস্ক। শেষবেলায় দুর্দান্ত দক্ষতায় বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলের পতন আটকান ওয়েলসের তেকাঠির প্রহরী ড্যানি ওয়ার্ড। বেশ কয়েকটি অসাধারণ সেভ আসে তুরস্কের গোলরক্ষক উগুরকান কাকিরের দস্তানা থেকেও। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে তুরস্কের পেনাল্টির আবেদনকে ঘিরে দুই দল ফুটবলাররা হাতাহাতি জড়িয়ে পড়লেও শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন রেফারি। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করে ওয়েলসের জয় নিশ্চিত করেন কনর রবার্টস। দুটি গোলের পিছনেই অধিনায়ক গ্যারেথ বেলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এই জয়ের ফলে দুইস ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষ স্থানে অবস্থান করছে ওয়েলস। এর আগে সুইজারল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ইতালি ও ওয়েলসের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ হেরে কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি তুরস্ক।

More EURO CUP News  

Read more about:
English summary
Wales beat Turkey in a very important match of Euro Cup 2020