বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে ২০ হাজার! দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমায় স্বস্তি

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে ২০ হাজারের উপরে চলে গিয়েছে। সাতদিনে পাঁচ হাজার বেড়েছে সক্রিয়ের সংখ্যা। হঠাৎ করোনামুক্তের সংখ্যা ও সুস্থতার হার কমে যাওয়ায় সক্রিয় হু-হু করে বাড়ছ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে করোনার দৈনিক সংক্রমণ কমছে। কমছে মৃতের সংখ্যাও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩২৬৮। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬ জন। এদিন ৩২৬৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭০৪৯। এদিন মৃত্যু হয়েছে ৭৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২০ হাজার ৪৬ জন। এদিন ১১২৫ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩২৬৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০৬৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৩০ হাজার ৯৪৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৪৭ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ৫ হাজার ৭২৯। ১২১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৪৮৯৫৩। এদিন টেস্টিং হয়েছে ৫৫৬৪৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৫.৮৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৪৯৯৬ এদিন ৩৭০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১২০০৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২৬৫ জন বেড়ে হয়েছে ৯২৫০৯। হাওড়ায় আক্রান্ত ৯১১৫৪। এদিন আক্রান্ত হয়েছেন ২১৭ জন। হুগলিতে ১৭২ জন বেড়ে আক্রান্ত ৭৮০৮৮ জন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus active increased over 20 thousands though daily infection decreased in West Bengal
Story first published: Tuesday, June 15, 2021, 19:46 [IST]