লতাদেবীর চিকিৎসায় মেডিক্যাল টিম
জানা গিয়েছে, ইতিমধ্যে লতাদেবীর চিকিৎসায় মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। সমস্ত পরীক্ষা করা হচ্ছে। মেডিসিন বিশেষজ্ঞ রাকেশ প্রামাণিকের নেতৃত্বে চিকিৎসা চলছে লতাদেবীর। অন্যদিকে মায়ের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেশ কয়েকটি মিটিং ছিল অভিষেকের। আর তা শেষ করেই মায়ের কাছে ছুটে যান বন্দ্যোপাধ্যায় পরিবারের এই সদস্য। বেশ কিছুক্ষণ মায়ের সঙ্গে সময় কাটান অভিষেক। কথা বলে মায়ের পাশে থাকার বার্তা দেন তিনি।
ডাক্তারদের সঙ্গে কথা অভিষেকের
অন্যদিকে ডাক্তারদের সঙ্গেও কথা বলেন অভিষেক। রাকেশ প্রামাণিকের সঙ্গে কথাও বলেছেন অভিষেক। এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্যে কি করা উচিৎ সে বিষয়েই ডাক্তারদের সঙ্গে আলোচনা হয় তাঁর। হাটুর কোনও অপারেশনের প্রয়োজন রয়েছে কিনা তাও কথা বলে জানতে চান অভিষেক। জানা গিয়েছে, মেডিক্যাল টিম এই মুহূর্তে সর্বক্ষণের পর্যবেক্ষণ রেখেছে লতাদেবীকে।
পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য
বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। এমনকি খোদ নেত্রীও অনেকটাই ভরসা করেন তাঁর উপর। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরাও তাঁর উপ নির্ভর করেই চলেণ। অনেকেই বলেন, বন্দ্যোপাধ্যায় পরিবারকে অনেকটাই আগলে রেখেছেন লতাদেবী। তাঁর শারীরিক অবস্থার কথায় বেশ উদ্বিগ্ন ঘনিষ্ঠরা। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইয়ের। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁকে সারিয়ে তুলতে বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতিরও অবলম্বন করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।