ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরুর প্রহর গুনছে মিতালির ভারত, কাল থেকে ব্রিস্টলে লড়াই

সাত বছরের প্রতীক্ষার অবসান। কাল থেকে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। শেষ তিনটি টেস্টে ভারত জিতে থাকলেও সেই রেকর্ড মাথায় রাখতে চাইছেন না অধিনায়ক মিতালি রাজ।

পরামর্শ নিয়ে সমৃদ্ধ

২০১৪ সালে ইংল্যান্ড সফরেই টেস্টে ভারত ব্রিটিশ বধ করেছিল মিতালি রাজ ও স্মৃতি মান্ধানার অর্ধশতরান ও ঝুলন গোস্বামী ম্যাচে পাঁচ উইকেট নেওয়ায়। যদিও ব্রিস্টলের লড়াই নতুনভাবেই শুরু করতে চাইছে ভারত। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেরিয়ারে মাত্র ১০টি টেস্ট খেলা ৩৮ বছরের মিতালি রাজ বলেন, আমি একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকের চেয়ে অনেক কম টেস্ট খেলেছি। আরও বেশি খেলতে পারলে ভালো লাগত। এই টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করতে অনেক ক্রিকেটারের পরামর্শই নিয়েছি। নেটে তা প্রয়োগ করেছি।

বেশি টেস্টের সওয়াল

ইংল্যান্ডে টেস্টের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট খেলবে। বিসিসিআইয়ের এই ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়ে মিতালি রাজ বলেন, আগামী সফরেও আশা করি দ্বিপাক্ষিক সিরিজে একদিনের আন্তর্জাতিক বা টি ২০ আন্তর্জাতিকের পাশাপাশি টেস্টও থাকবে। এই ফরম্যাটেই ক্রিকেটারদের আসল স্কিল যাচাইয়ের সুযোগ মেলে। নিয়মিত টেস্ট খেললে মহিলা ক্রিকেটের মানোন্নয়ন ঘটবে বলেও আশাবাদী মিতালি। আইসিসি ইতিমধ্যেই পূর্ণ সদস্যের দেশের মহিলা দলগুলিকে টেস্ট স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মিতালির আশা, দ্বিপাক্ষিক সিরিজ তিন ফরম্যাটের হলে তা ভবিষ্যতে মহিলাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দরজাও খুলে দিতে পারে। এই টেস্ট জিতলে চার পয়েন্ট মিলবে। ইংল্যান্ড সিরিজের মতো এই পয়েন্ট সিস্টেমকেও ভবিষ্যতে নিয়মিত করার পক্ষে সওয়াল করেন মিতালি।

ক্রিকেট উপভোগের বার্তা

এই সিরিজে পয়েন্ট সিস্টেম থাকায় ভারতীয় মহিলা দল ভালো ফল করতে আত্মবিশ্বাসী। মিতালি বলেন, এখানে এবার এসে আমরা পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে লাল বলে। ২০১৭ সালে আমরা যে দল নিয়ে ইংল্যান্ড সফরে শেষবার এসেছিলাম এই দলে সেই দলের অনেকেই আছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগবে। আর যাঁরা অভিষেকের অপেক্ষায় রয়েছেন, তাঁদের উপর কোনও প্রত্যাশা বা অতিরিক্ত দায়িত্বের চাপ দিতে চাইছি না। শুধু বলব, বেসিকস ঠিক রেখে নিজেদের স্বাভাবিক খেলা খেলে ক্রিকেটকে উপভোগ করতে।

সম্ভাব্য একাদশ

শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা দল নিয়েই নামবে ভারত। ব্রিস্টলে ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডের সঙ্গে অরুন্ধতী রেড্ডি বা পূজা বস্ত্রকারের মধ্যে কোনও একজনকে রেখে তিন পেসারে নামতে পারেন মিতালিরা। দীপ্তি শর্মাও প্রথম একাদশে থাকছেন। ফলে পুণম যাদবের সঙ্গে স্পিনার একতা বিস্তের লড়াই। ভারতের প্রথম একাদশ হতে পারে এরকম- স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ বা প্রিয়া পুনিয়া, পুণম রাউত, মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডে, পুণম যাদব বা একতা বিস্ত, অরুন্ধতী রেড্ডি বা পূজা বস্ত্রকার।

ছবি- বিসিসিআই টুইটার

🗣️ 🗣️ Skipper @M_Raj03 shares her thoughts on #TeamIndia approaching a record fourth successive Test win 👇 #ENGvIND pic.twitter.com/r0u36E6W6p

— BCCI Women (@BCCIWomen) June 15, 2021

💬💬 They should just enjoy playing this format.

Ahead of the Test against England, #TeamIndia captain @M_Raj03 has a message for the debutants 👍👍 #ENGvIND pic.twitter.com/KQTRA70mVn

— BCCI Women (@BCCIWomen) June 15, 2021

More INDIA WOMEN News  

Read more about:
English summary
India Women Captain Mithali Raj Says That Test Should Be Included In Bilateral Series Regularly. India Women Will Play One Off Test Against England Women After A Gap Of Seven Years In Bristol.