কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও চিলির কাছে আটকে গিয়েছে আর্জেন্তিনা। তবে চর্চায় আর্জেন্তিনা অধিনায়ক লিওনেল মেসি-র ফ্রি কিক থেকে করা অনবদ্য গোল। এই গোলটিই মেসিকে পৌঁছে দিল দিয়েগো মারাদোনার রেকর্ডের আরও কাছে।
দেশের হয়ে চিলি ম্যাচে ৭৩তম গোলটি করেন লিওনেল মেসি। আর্জেন্তিনার হয়ে খেলতে নেমে ফ্রি কিক থেকে করা এটি তাঁর ৫৭তম গোল। দিয়েগো মারাদোনা ফ্রি কিক থেকে সরাসরি গোল করেছিলেন ৬২টি। ফলে ফ্রি কিক থেকে আর ৬টি গোল করলেই মেসি টপকে যাবেন তাঁর স্বদেশীয় কিংবদন্তি পূর্বসূরীকে।
মারাদোনার কেরিয়ারের ৩৫৩টি গোলের ১৭ শতাংশ এসেছিল ডেড বল সিচুয়েশন থেকে। মেসির কেরিয়ারে গোলের সংখ্যা ৭৪৫, তার মধ্যে ফ্রি কিক থেকে করা গোল ৭.৬ শতাংশ। ফ্রি কিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করেছেন ৫৬টি। রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে ৩২টি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি, পর্তুগালের হয়ে ১০টি ও জুভেন্তাসের হয়ে একটি গোল করেছেন ফ্রি কিক থেকে।
ফ্রি কিক থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে জুনিনহো-র দখলে। তাঁর ৭৭টি গোলের পরেই রয়েছেন পেলে, ব্রাজিলীয় কিংবদন্তি ৭০টি গোল করেছেন ফ্রি কিক থেকে। আর্জেন্তিনার ভিক্টর লেগরোতাইয়ে ফ্রি কিক থেকে ৬৬টি গোল করেছেন। ব্রাজিলের রোনাল্ডিনহো ৬৬টি ও ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম ৬৫টি গোল করেছেন ফ্রি কিক থেকে। মারাদোনা ও জিকো দুজনেই ফ্রি কিক থেকে ৬২টি গোল করেছেন। নেদারল্যান্ডসের হয়ে রোনাল্ড কোম্যান ৬০টি, ব্রাজিলের মার্সেলিনহো ও রোগেরিও কেনি ফ্রি কিক থেকে ৬০টি গোল করেছেন।