মুকুলের নতুন নাম 'মীরজাফর রায়', তৃণমূল-যোগে ‘শিষ্য’ সৌমিত্র হানলেন কটাক্ষের বাণ

মুকুল রায়কে রাজনৈতিক গুরু মানতেন সৌমিত্র খাঁ। তাঁর উত্থানের পিছনে মুকুল রায়ের ভূমিকা কম নেই। কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে এসে যুব সভাপতি করা, সাংসদ করার পিছনে মুকুলের হাতযশ ছিল। তারপর তৃণমূল থেকে বিজেপিতে এনে যুব মোর্চার সভাপতি এবং সাংসদ করার নেপথ্যেও মুকুল রায়। সেই মুকুল রায়কেই নতুন নামে অভিহিত করলেন 'শিষ্য' সৌমিত্র খাঁ।

চাণক্য বলবে না, ডাকবে মীরজাফর রায় নামে

বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বললেন, মুকুল রায় তৃণমূলে ফেরার পর পর তাঁর রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না। মুকুল রায়কে আর রাজনৈতিক চাণক্য বলবে না, ডাকবে মীরজাফর রায় নামে। আমরা বিশ্বাস, তাঁর ডাকে আর কেউ সাড়া দেবেন না।

মুকুল রায়কে কাঠগড়ায় তোলেন শিষ্য সৌমিত্র

সৌমিত্রর কথায়, মুকুল রায় তৃণমূলে গেলেও বিজেপিতে তাঁর কোনও প্রভাবই পড়বে না। দু-চারজন এধার-ওধার করতে পারে, কিন্তু তা বলে বিজেপির কোনও ক্ষতি হবে না। বরং মুকুল রায় নিজের ক্ষতি করলেন এই সিদ্ধান্ত নিয়ে। তিনি এদিন শুভ্রাংশুর বিস্ফোরক দাবির পরিপ্রেক্ষিতেই মুকুল রায়কে কাঠগড়ায় তোলেন।

বিজেপি ছেড়ে আর কুলাঙ্গারে পরিণত হবেন না

উল্লেখ্য, মুকুল রায়কে নিয়ে যখন জল্পনা চলছে, শুভ্রাংশুর ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল, তখন মুকুল রায়ের বাড়িতে বৈঠক করেন সৌমিত্র খাঁ। তিনিই আবার মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর মীরজাফর রায় বলে কটাক্ষ করেন। বলেন, মুকুল রায়ের সঙ্গে কউ বিজেপি ছেড়ে আর কুলাঙ্গারে পরিণত হবেন না।

বিজেপিতে কোনও আঁচ লাগবে না, শুভ্রাংশুকে জবাব

এদিন শুভ্রাংশু বলেন, মুকুল রায়ের উপর এজেন্সির চাপ ছিল। বিজেপিতে যোগদানের আগে ও পরে চাপ সৃষ্টি করা হয়েছিল তাঁর উপর। তিনি অসম্ভব মানসিক চাপ নিয়েছিলেন। তিনি তৃণমূলে ফিরে শান্তি পেয়েছেন। এবার বিজেপিতে ভাঙন ধরিয়ে অন্তত ২৫-৩০ জন বিধায়ক আসবে তৃণমূলে। আসবেন সাংসদরাও। তার পরিপ্রেক্ষিতেই সৌমিত্র বলেন, এখনও তথ্য দিয়ে রাজনীতি করার মতো হননি শুভ্রাংশু। বিজেপিতে কোনও আঁচ লাগবে না।

More MUKUL ROY News  

Read more about:
English summary
Soumitra Khan says Mukul Roy will be called now as Mirjafar Roy after his joining in TMC leaving BJP.